NE UpdatesBarak UpdatesIndia & World Updates

বুলবুলের প্রভাবে কলকাতার স্পাইস জেট রাত কাটাল শিলচরে
Cyclone Bulbul: SpiceJet bound for Kolkata stays overnight at Silchar

১০ নভেম্বরঃ ইলশেগুঁড়ি বৃষ্টি ছাড়া বুলবুলের কোনও প্রভাব বরাক উপত্যকায় পড়েনি। তবে শনিবার বিকেলে স্পাইসজেটের কলকাতাগামী বিমান শিলচর থেকে উড়তে পারেনি। এ অবশ্য শিলচরে ওড়ার ক্ষেত্রে কোনও সমস্যা্ বা আশঙ্কায় নয়।

শনিবার বুলবুল ধেয়ে আসার সময় কলকাতা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে কলকাতাগামী যে বিমান যেখানে দাঁড়িয়েছিল, তাদের সেখানেই থাকতে বলা হয়। সেই হিসেবে স্পাইসজেটের বিমানটি নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে অবতরণ করলেও পরে আর উড়তে পারেনি। ফলে যাত্রীদের দুর্ভোগ মেনে নিতেই হয়। রবিবার সকালে অবশ্য বিমানটি যাত্রী নিয়ে উড়ে গিয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker