Barak UpdatesBreaking News
৫ মাস ধরে ছেলে-মেয়ে সন্ধানহীন, অনশনে মা-বাবাSon & daughter missing since 5 months, parents sits for fast
৬ নভেম্বরঃ ৯ জুন শিলচর থেকে হারিয়ে যায় ১১ বছরের সৌরভ ও ৬ বছরের সুপ্রিয়া। বাবার সঙ্গে ঝগড়া করে মা সোমবালা দাস তাদের নিয়ে বেরিয়েছিলেন। সোমবালাকে পরের দিন উদ্ধার করা গেলেও ছেলে-মেয়ের খোঁজ নেই। অসংলগ্ন কথাবার্তার দরুন পুলিশ সোমবালাকে গ্রেফতার করেছিল। দুইমাস জেলে কাটান তিনি। কিন্তু ছেলেমেয়ে আজও সন্ধানহীন। বুধবার সুনধন দাস ও সোমবালা দাস দুজনে মিলে তাঁদের সন্তানদের উদ্ধারের দাবিতে ক্ষুদিরামের মূর্তির পাদদেশে আমরণ অনশনে বসেন। শেষে সন্ধ্যায় অনশনস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন ম্যাজিস্ট্রেট দীপময় ঠাকুরিয়া ও ডিএসপি (সদর) এজে বরুয়া। পুলিশের ওই মাঝারি কর্তা তাঁদের কাছে ২০ দিনের সময় চেয়ে নেন। তাঁর আশ্বাসে অনশন তুলে নেন সুনধন-সোমবালা।
সোমবালা বুধবার জানান, গত ৯ জুন রাতে তিনি ননদের বাড়ি যাবেন বলে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। তখন একটি গাড়ি ওদিকে যাবে বলে তাদের তুলে নেয়। পথে তাঁর নাকে-মুখে কে চেপে ধরে, এটুকু পর্যন্ত খেয়াল আছে। শেষরাতে টের পান, রাস্তার ধারে পড়ে রয়েছেন।
পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্ত জানান, সোমবালার বিভিন্ন বক্তব্যে পুলিশ বিভ্রান্ত হয়েছিল। অহেতুক সময়ও ব্যয় হয়েছে। পুরো বিষয়টিকে আবার খতিয়ে দেখা হয়। তিনি আশাবাদী, এখন পুলিশ যেভাবে এগোচ্ছে, সাফল্য মিলবে।