Barak UpdatesBreaking News

চিত্তরঞ্জনকে ভুলেই যাচ্ছিল শিলচর, মান বাঁচালেন অশীতিপর তাপসশঙ্কর
SMB forgot to garland statue of Chittaranjan on his birthday, octogenarian Tapash Shankar reminds them

৫ নভেম্বর: মঙ্গলবার ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৪৯-তম জন্মদিন৷ কিন্তু কেউ তো এ বার আমন্ত্রণ জানাননি৷ বিস্মিত ড. তাপসশঙ্কর দত্ত ফোন করলেন দুই প্রবীণ ব্যক্তিত্ব শ্যামলকান্তি দেব ও নীহারেন্দু পুরকায়স্থকে৷ শ্যামলবাবু দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্মৃতিরক্ষা কমিটির সহ-সভাপতি৷ নীহারেন্দুবাবু মূর্তি প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত৷ কমিটি থাকলেও মনীষীদের জন্ম-মৃত্যু দিবসে প্রতিমূর্তির বেদীমূলে শ্রদ্ধা-অনুষ্ঠানের আয়োজন করে পুরসভাই৷ এরাই স্মৃতিরক্ষা কমিটির কর্মকর্তাদের আমন্ত্রণ জানায়৷

এ বার দেশবন্ধুর জন্মদিনটি ভুলেই গেল নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর নেতৃত্বাধীন পুরসভা৷ ফলে উল্টোদিক থেকে প্রক্রিয়া শুরু হয়৷ ৮৫ বছর বয়সী তাপসবাবুর ফোন পেয়ে শ্যামলবাবু কথা বলেন পুরকর্তাদের সঙ্গে৷ নীহারবাবু গুয়াহাটিতে৷ এ দিন সকালে দেশবন্ধুর মূর্তি বেদীতলে আসেন সহসভাপতি চামেলী পাল৷ সঙ্গে পুর সদস্যা মিতু শুক্লবৈদ্য ও রাখি চৌধুরী৷ চিত্তরঞ্জনের পূর্ণাবয়ব মূর্তিতে মালা পরিয়ে দেন তারা৷ ছিলেন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি ৯২ পেরনো অজয়কুমার দাস, বীরেশ ব্যানার্জি, গৌরী দত্তবিশ্বাস, নবদ্বীপ দাস, ডিপি রায় প্রমুখ৷ আসে এক-দুটি জ্যোতিকেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক৷

চামেলিদেবী অবশ্য চিত্তরঞ্জন দাশের জন্মদিন পালনে পুরসভার তরফে উদ্যোগ গ্রহণ না করার জন্য দুঃখপ্রকাশ করেন৷ সঙ্গে জোরগলায় জানিয়ে দেন, আগামী বছর দেশবন্ধুর জন্মের সার্ধশতবর্ষ৷ ধুমধামে দিনটি উদযাপন করবে পুরসভা৷ চিত্তরঞ্জনের মূর্তির উপরে হাইমাস্ক লাইট লাগানো হয়েছে৷ কিন্তু দুষ্কৃতীরা এর তার কেটে দেয় বলে তিনি আক্ষেপ ব্যক্ত করেন৷

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker