Barak UpdatesBreaking News

বঙ্গভবনে অনুষ্ঠিত বসে আঁকো ও নৃত্যানুষ্ঠান
Sit & draw competition takes place at Banga Bhavan

৩ নভেম্বরঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি রবিবার দিনভর নানা অনুষ্ঠানে ঈদ ও বিজয়া সম্মেলন করে। এর অঙ্গ হিসেবে সকালে অনুষ্ঠিত হয় পাণ্ডবচন্দ্র পাল স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতা। তিন বিভাগে মোট ৩৭জন তাতে অংশ নেয়।

Rananuj

তাঁদের মধ্যে ক-বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ক্রমে অপরাজিতা বিশ্বাস, আয়ুষ বিশ্বাস ও সাদিয়া বেগম লস্কর। খ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা হল মহসিনা কৌসর লস্কর, মারিয়া কৌসর লস্কর ও ওমশান্তি নাথ। অন্যদিকে, ধনরাজ সিংহ, নাসিমা বেগম লস্কর ও শায়নি দাস ক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার লাভ করেছে।

বিকেলে নৃত্যোতসবের ফাঁকে তাদের পুরস্কৃত করা হয়। নৃত্যোতসবে পৌরোহিত্য করেন বঙ্গসাহিত্যের আঞ্চলিক সমিতির সহ-সভাপতি সীমান্ত ভট্টাচার্য। উতসবের শুরুতেই হলভর্তি জনতা আবেগমথিত হয়ে পড়েন। অন্ধশিশু চিরন্তন দাস উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। ইদ ও বিজয়াকে মিলিয়ে সুন্দর সঙ্গীত-নৃত্য উপহার দেয় আরোহন শিল্পী সংস্থা। তিনটি নৃত্যের অনবদ্য উপস্থাপনা ছিল গৌড়ীয় নৃত্য কলাভারতী শিল্পীদের। শেষে পুরো হল মাতিয়ে তোলে ছন্দালয়ের শিল্পীদল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শৈবাল গুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker