Barak UpdatesBreaking News

কোথাও অবরোধ নেই, জখমরাও বিপন্মুক্ত
Police apprehends miscreants involved in vandalism, accident victims now out of danger

৩১ অক্টোবরঃ রাঙ্গিরখাড়ি থেকে কিছু সময়ের জন্য উত্তেজনা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেও এই সময়ে শিলচর পুরোপুরি অবরোধমুক্ত। রাঙ্গিরখাড়ি থেকে সিভিল হাসপাতাল পর্যন্ত অংশে বেশ কিছু গাড়ি ভাঙচুরের অভিযোগে কয়েকজনকে পুলিশ তুলে নিয়ে থানায় আটকে রেখেছে।

অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস জানিয়েছেন, এই সময়ে পরিস্থিতি স্বাভাবিক। জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতের দুর্ঘটনার শিকার সবাই এখন বিপন্মুক্ত। এই সময়ে মাত্র একজন আইসিইউতে রয়েছেন। তিনিও স্বাভাবিক কথাবার্তা বলছেন। রক্তেরও কোনও প্রয়োজন পড়েনি কারও। তবে একসঙ্গে বেশি রক্ত লাগলে কী হবে, এ নিয়ে সকাল থেকেই উদ্বেগ দেখা দেয়। কারণ শিলচর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে রক্তের মজুত তলানিতে। বিশেষ করে এ পজিটিভ ছিলই না। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম সহ বিভিন্ন অংশের মানুষ রক্তের জোগান স্বাভাবিক করতে দিনভর ততপর ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker