Barak UpdatesBreaking News

কালীপূজায় এ বারও আকর্ষণের কেন্দ্র হতে চায় জানিগঞ্জ
Janiganj to remain centre of attraction during this Kali Puja

২৪ অক্টোবর: জানিগঞ্জ সর্বজনীন কালীপূজায় এবারও শেষ নেই আকর্ষণের। পুজোর ৪৯তম বছরে মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে হচ্ছে মণ্ডপ। পাশাপাশি পৌরাণিক কাহিনি অবলম্বনে ‘রণাঙ্গনে মা কালী’ শীর্ষক থিমকে তুলে ধরা হবে। পরিবেশনায় থাকবেন ত্রিপুরার শিবম নাট্যগোষ্ঠী শিল্পীরা।

তাছাড়া, আলোকসজ্জায় বিভিন্ন দেব-দেবীর বিবরণ। কচিকাঁচাদের মন জয়ের জন্য আলোর মধ্য দিয়ে পশু-পক্ষীকেও দেখানো হবে। ২৭ অক্টোবর রবিবার সন্ধে সাড়ে ৬টায় হবে মণ্ডপ উদ্বোধন। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ, জেলাশাসক লায়া মাদ্দুরি, সাংসদ ডা: রাজদীপ রায়, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক দিলীপকুমার পাল সহ অনেকে আমন্ত্রিত রয়েছেন।

বৃহস্পতিবার ইউনাইটেড ক্লাবে এক সাংবাদিক বৈঠক ডেকে পুজোর ব্যাপারে জানান কমিটির কর্মকর্তারা। সভাপতি রাজকুমার পাল, সম্পাদক অসিত পাল, নন্দদুলাল সাহা সহ অন্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, নবদ্বীপের নারায়ণ ঘোষ মন্ডপ সজ্জায়, প্রতিমা নির্মাণের দায়িত্বে আছেন গৌড় কুন্ডু। সঞ্জীব দাস রয়েছেন আলোকসজ্জায়।

পূজার একটা থিম সং বানানো হয়েছে। গেয়েছে বাংলা গানের দল ‘দলছুট’। আলোকসজ্জা, রণাঙ্গনে মা কালী ছাড়াও প্রতিটি আকর্ষণ ২৭,২৮,২৯ অক্টোবর উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য। তবে, পুজোপ্রেমীরা চাইলে এই সময়সীমা বাড়তেও পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker