Barak UpdatesBreaking News

প্রাক্তন বিধায়ক এনামুল হক গ্রেফতার
Former MLA Anamul Haque arrested

২১ অক্টোবরঃ সোনাইয়ের প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্করকে গ্রেফতার করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় সোমবার তাকে জেরার জন্য গুয়াহাটিতে ডেকেছিল সিআইডি। জিজ্ঞাসাবাদের পরই তাকে গ্রেফতারের কথা জানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার তাকে তেজপুর আদালতে তোলা হবে। সেখানকার মথুরাচন্দ্র নাথ ২০১২ সালের ২৬ নভেম্বর আত্মহত্যার আগে ২২ পাতার সুইসাইড নোটে এনামুল হকের নাম উল্লেখ করে গিয়েছেন।

সেচ দফতরের প্রধান অ্যাকাউন্টেন্ট মথুরাবাবু লিখেছেন, তাকে বিভিন্ন ঠিকাদারের কাছ থেকে মোটা টাকা আদায়ে বাধ্য করেছিলেন এনামুল। কথা ছিল, ভোটে জিতে তাদের বিভিন্ন ঠিকা পাইয়ে দেওয়া হবে। কিন্তু জেতার পর তিনি তাঁর কথা রাখেননি। মথুরাবাবু ঠিকাদারদের কাছ থেকে টাকা নেওয়ায় তাঁরা মথুরাবাবুকেই ধরেছেন। ঠিকা আদায়ে ব্যর্থ হয়ে সবাই তাঁকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। তাই আত্মহত্যা ছাড়া তাঁর উপায় নেই। মামলা নথিভুক্ত হয়ে তদন্তপ্রক্রিয়া হাতে নেওয়া হলেও ২০১৬ সাল পর্যন্ত এনামুল শাসক দল কংগ্রেসের টিকিটে বিধায়ক থাকায় এ নিয়ে বিশেষ ঘাঁটাঘাটি হয়নি। এ বার সিআইডি মামলা গুটিয়ে আনছিল। জেরার জন্য এ দিনই তাঁকে গুয়াহাটিতে ডাকা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১১ সালে ভোটে দাঁড়ানোর আগে এনামুল হক লস্কর মুখ্যমন্ত্রী তরুণ গগৈর ওএসডি (সেচ) ছিলেন। এর আগে একই বিভাগে চিফ ইঞ্জিনিয়ার পদে অবসর নেন। মথুরাবাবু সেচ বিভাগে চাকরির সুবাদে এনামুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। গ্রেফতারের পর এনামুল হক বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker