Barak UpdatesBreaking News

দুর্গোৎসবে সম্প্রীতির নজির বরাকে
Picture of harmony reflected during Durga Utsab in Barak Valley

৯ অক্টোবরঃ দুর্গোতসবে বিজয়ার শোভাযাত্রা এগিয়ে চলেছে, দর্শনার্থীদের হাতে একের পর এক জলের বোতল তুলে দিচ্ছেন কিছু মুসলমান যুবক। এমন দৃশ্যই দেখা গেল এ বার সোনাইয়ে। সম্প্রীতির এক বড় উদাহরণ গড়লেন তাঁরা। এমন আরেক উদাহরণ তৈরি করেছে সর্বধর্ম সমন্বয় সভা। পুজোর চারদিন করিমগঞ্জ জেলার মাইজডিহি এলাকায় পুজো দর্শনার্থীদের জল বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

হিন্দু ধর্মাবলম্বীদের অনেকে পুজো নিয়ে ব্যস্ত থাকায় এই কাজটি মূলত করেন মুসলমান তরুণরাই। তারা পুণ্যার্থীদের যে কোনও ধরনের প্রাথমিক চিকিতসার জন্য মাইজডিহিতে চিকিতসা শিবিরও বসায়। প্রাথমিক চিকিতসার সঙ্গে ডাক্তারররা  বিভিন্ন ধরনের পরামর্শ দেন। সর্বধর্ম সমন্বয় সভার সম্পাদক এইচ এম আমির হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল করিমগঞ্জ ও শিলচরের বেশ কিছু পুজোমণ্ডপ সৌজন্যমূলক পরিদর্শন করেন।

উপত্যকার শান্তিকামী জনতা এই ধরনের সংবাদ বেশি করে ছড়িয়ে দিতে সকলের উদ্দেশ্যে অনুরোধ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker