Barak UpdatesBreaking News
বিগ ব্রেকিং : উধারবন্দের মণ্ডপ থেকে পাখি সরাতে নির্দেশ জেলাশাসকেরBig Breaking: DC orders to remove birds from Udharbond Puja pandal
৪ অক্টোবর : পশুপাখি প্রেমীদের তৎপরতাই শেষমেশ জয় পেলো। উধারবন্দের পুজো মণ্ডপ নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কাছাড় জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট লায়া মাদ্দুরি শুক্রবার বিকেলে এক নির্দেশে বলেছেন, উধারবন্দ কালীবাড়ি রোডের পুজো মণ্ডপে যে তিনশ’ পাখি রাখা হয়েছে, তা শীঘ্রই সরিয়ে ফেলতে হবে। এর পাশাপাশি পাখিগুলো যেখান থেকে নিয়ে আসা হয়েছে, সেখানে ফিরিয়ে দিতে হবে।
প্রসঙ্গত, উধারবন্দ কালীবাড়ি রোডের পুজো মণ্ডপের ভেতরে তিনশ পাখি রেখে অভিনব কায়দায় পুজোর সাজসজ্জা করেছিলেন উদ্যোক্তারা। এর প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ আছড়ে পড়ে। ঘটনার তদন্ত করতে ছুটে যান ম্যাজিস্ট্রেট। এরপরই জেলাশাসক লায়া মাদ্দুরি নতুন এই নির্দেশ দেন।
এদিকে, পুজো কমিটির অন্যতম কর্মকর্তা শঙ্কর রায় বললেন, পাখি বের করতে হলে মণ্ডপ ভাঙতে হবে৷ সাধারণ মানুষ কি তা মেনে নেবেন? তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সোমের সঙ্গে কথা বলেছেন।
Also Read: Pandal decorated at Udharbond with exotic birds, Magistrate rushes after getting complain