Barak UpdatesBreaking News
হিন্দুরা তো ভারতেই আসবে, রাখতে হবে তাদেরঃ ভাগবতHindus will naturally come to India, they will have to be kept here, asserts RSS Chief
২৯ সেপ্টেম্বরঃ পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে কোনও হিন্দু দেশত্যাগে বাধ্য বলে তিনি ভারতেই আসবেন, এ স্বাভাবিক। সে ক্ষেত্রে তাকে আমাদের বসবাসের সুযোগ দিতে হবে। এনআরসি-ক্যাব নিয়ে বিতর্কের সময়ে শিলচরে এসে এই মন্তব্যই করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনদিন ধরে শিলচরে থাকলেও সংঘ প্রচারকদের বাইরে কারও সঙ্গে কোনও কথা বলতে চাইছেন না তিনি।উত্তর-পূর্ব প্রচারক সম্মেলনের বাইরে শনিবার বৌদ্ধিক সত্রে ভাষণ দেন। সেখানেই তিনি নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারকে প্রশংসায় ভাসান। তবে একবারও বিজেপি বা মোদির নাম নেননি। বলেন, কয়েক বছর ধরে ভারতে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
ভাষা না ধর্ম, কোনটা আগে। শিলচরে এই প্রশ্ন প্রায়ই ওঠে। এই ইস্যুতেও নিজের অভিমত প্রকাশ করেন ভাগবত। তাঁর কথায়, হিন্দুত্বের স্বার্থে আঞ্চলিকতাবাদ বা ভাষার আগে ধর্মকে স্থান দিতে হবে। কারণ অতীতে যখনই কোনও কারণে হিন্দু ধর্মের মানুষ বিভাজিত হয়েছেন, দেখা গিয়েছে, তখনই ধর্মের ওপর আঘাত এসেছে।
নির্ধারিত সূচি অনুসারেই আরএসএস প্রধান শনি ও রবিবার দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। শনিবার অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, তিনি তাঁর আশীর্বাদ নিতেই শিলচরে এসেছেন। রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব বলেন, তিনি কথা বলতে নন, মোহন ভাগবতের কথা শুনতে এখানে এসেছেন।
বৈঠক সেরে বেরিয়ে দুই মুখ্যমন্ত্রীর কেউ বৈঠক নিয়ে মুখ খুলতে চাননি। আর সংঘপ্রধান তো সাংবাদিকদের কাছেই ঘেষতে দেননি। জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়ে তিনি শুধু বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচারক সম্মেলনে গিয়েছেন আর অম্বিকাপট্টির কেশব নিকেতনে এসে ঘুমিয়েছেন। সাধারণ জনতার সংশ্রব দূরে থাক, বিজেপি বিধায়ক কিশোর নাথ, স্থানীয় ওয়ার্ড কমিশনার রীণা পালকেও হতাশ হয়ে গেট থেকে ফিরতে হয়।