Barak UpdatesBreaking News

প্রতিমা-আলোকসজ্জায় দর্শনার্থী টানবে দক্ষিণ বিলপার
Dakhhin Bilpar to offer sparkle with crystal idol & dazzling light during Durga Puja

২৮ সেপ্টেম্বর: আলোক সজ্জা আর প্রতিমাতে দর্শনার্থী টানতে প্রস্তুত শিলচর দক্ষিণ বিলপার দুর্গাপূজা কমিটি। চাইনিজ ক্রিস্টালের মূর্তি থাকবে। প্রতিমায় বাজিমাত করবে বলেও আশা কমিটির। আলোক সজ্জায় কয়েক সেকেন্ড পর পর আলোর পরিবর্তন দেখা যাবে।

আগামী বছর ডায়মন্ড জুবিলি উদযাপন থাকায়, মণ্ডপের বাজেট একটু সীমিত রয়েছে। তবে, চাহিদার দিক থেকে পিছিয়ে থাকবে না এই পুজো, জানিয়ে দেয় কমিটি। পঞ্চমীর সন্ধে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধক থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী বৈকুণ্ঠানন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে প্রতিদিন। মহাষ্টমীতে বড় পরিসরে হবে মহাপ্রসাদ বিতরণ। ভিড় নিয়ন্ত্রণে ও সুন্দর পূজা পরিচালনায় যথেষ্ট স্বেচ্ছাসেবক থাকবেন। সাহায্য করবেন মহিলারাও।

এ দিন, এক সাংবাদিক বৈঠক ডেকে পূজার বিষয়ে জানান কমিটির কর্মকর্তারা। এ দিকে চিত্র সাংবাদিক মলিন শর্মার মৃত্যুতে শোক প্রকাশ করে কমিটি। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker