Barak UpdatesBreaking News

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের সঙ্গে সময় কাটালেন জেলাশাসক
DC Cachar spends time with children at Anganwadi centre

২২ সেপ্টেম্বর : শিলচর আরবান আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের সঙ্গে সময় কাটালেন জেলাশাসক লয়া মাদ্দুরি। এর পাশাপাশি অবশ্য জেলাশাসক ১০ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারটি পরিদর্শন করেছেন। পোষন মাস উদযাপন উপলক্ষে জেলাশাসক এ দিন অঙ্গনওয়াড়ি সেন্টারটিতে আসেন।

Rananuj

সেন্টারে তিনি শিশুদের ওজন ও বৃদ্ধির চার্ট, রক্ষণাবেক্ষণ ইত্যাদি ভালোভাবে খতিয়ে দেখেছেন। জেলাশাসক এ দিন শিশুদের মায়েদের সঙ্গেও আলোচনা করেন। তিনি স্থানীয়ভাবে পাওয়া ফল, শাকসবজি ইত্যাদি অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিপূরক পুষ্টিকর কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দেন। জেলাশাসক এ দিন বলেছেন, পোষণ মাস হল অপুষ্টির শিকার শিশুদের শনাক্ত করা এবং এটি তাদের অসুস্থতা মোকাবিলায় সরকারের গ্রহণ করা একটি অভিযান।

তিনি আরও বলেছেন, কোন শিশু যদি কম ওজনের বলে ধরা পড়ে, তবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে স্থানীয়ভাবে পাওয়া শাকসবজি এবং পুষ্টিকর খাবার শিশুদের খাওয়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। প্রসঙ্গত, এই অঙ্গনওয়াড়ি সেন্টারে ৩১টি শিশুর মধ্যে মাত্র দুটি শিশুকে স্বাভাবিকের চেয়ে কম ওজনের বলে শনাক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker