Barak UpdatesIndia & World Updates
কাছাড় পেরোতেই আরও ৩ নাইজেরিয়ান ধৃত3 more Nigerians arrested in Meghalaya
১৮ সেপ্টেম্বরঃ আরও ৩ নাইজেরিয়ান ধরা পড়ল মেঘালয়ে। বুধবার কাছাড় পেরিয়ে রাতাছড়ায় ঢুকতেই নৈশবাসে তল্লাশি চালায় মেঘালয় পুলিশ। তখনই গ্রেফতার করা হয় তাদের। পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশের অপরাধে গত ছয়দিনে মোট ১৭জন নাইজেরিয়ান মেঘালয় পুলিশের জালে পড়ে।
দিন ধরা পড়েছে ড্যানিয়েল কেন্না আগবাসি (২৪), ম্যাথু ইফিন্যুচুকু ন্যুয়ি (২৫) ও ভিক্টর একোবিল্লি (২০)। পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার পুলিশ সুপার বিবেকানন্দ সিংহ জানিয়েছেন, সবাই বাংলাদেশ পর্যন্ত পাসপোর্টে আসে। পরে চোরাপথে প্রথমে ত্রিপুরায় ঢোকে। সেখান থেকে নৈশবাসে গুয়াহাটি যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে।
৬ দিনে ১৭ জন নাইজেরিয়ানের অনুপ্রবেশের ঘটনা মেঘালয় পুলিশ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে বলেই বিবেকানন্দবাবু জানিয়েছেন। তিনি এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবগত করেছেন।
ধৃতরা জানায়, পায়ে হেঁটেই তাঁরা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে। দুই দেশেই মানুষজন উপস্থিত ছিলেন তাদের সাহায্যের জন্য। তাদের দাবি, ফুটবল খেলার জন্যই তারা ভারতে এসেছেন।