Barak UpdatesBreaking News

শহরে দিনদুপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাই! অভিযোগকারী ২ যুবক ধৃত
₹ 14 lakh snatched in broad day light at Silchar! 2 complainants arrested

Police found mismatch in testimony of 2 complainants

১৭ সেপ্টেম্বরঃশিলচর শহরে দিনদুপুরে ১৪ লক্ষ টাকা ছিনতাই হয়ে গিয়েছে! উজ্জ্বল রায় ও বাসুদেব চৌধুরী নামে পাবলিক স্কুল রোডের দুই যুবকের এমনই অভিযোগ। তারা পিএমএস ফাইনান্স নামে এক কোম্পানিতে চাকরি করেন। বিভিন্ন ব্যাঙ্কের এটিএমে টাকা ঢোকানোই তাদের কোম্পানির দায়িত্ব। যুবকদ্বয়ের বক্তব্য, মঙ্গলবার দুপুরে তাদের টাকা পরিবাহী গাড়িটি নষ্ট হয়ে যায়। তখন বাসুদেব ও উজ্জ্বল নিজেরাই টাকার ব্যাগ নিয়ে রওয়ানা হয়।

মোট ১৯ লক্ষ টাকার মধ্যে প্রথমে ৫ লক্ষ টাকা এক এটিএমে ঢোকান। পরে বাকি ১৪ লক্ষ নিয়ে রওয়ানা হন অম্বিকাপট্টি, হাসপাতাল রোড এলাকার দুই এটিএমের উদ্দেশে। পথে দুই যুবক বাইকে এসে তাদের হাত থেকে ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। তারা চিতকার-চেঁচামেচি না করে সোজা নিজেদের শাখায় গিয়ে পুরো ঘটনা জানান। কোম্পানি থানায় এফআইআর দায়ের করে।

তদন্তে নেমে পুলিশকর্তারা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর করেন। কিন্তু ওই এলাকার ব্যবসায়ীরা কেউ ছিনতাইয়ের কথা জানেন না বলেই পুলিশে সাক্ষ্য দেন। পরে অভিযোগকারী উজ্জ্বল রায়, বাসুদেব চৌধুরীকে সদর থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুজনের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশের বক্তব্য, স্পষ্ট নির্দেশ রয়েছে, গাড়ি-সিকিউরিটি ছাড়া টাকা নিয়ে তারা যেতে পারবেন না। এ ছাড়া, গাড়ি নষ্ট হলে পুলিশকে জানানোর কথা। তারা তা করেননি। গাড়ির সঙ্গে যে সিকিউরিটি থাকে, তাদেরও সঙ্গে নেননি। এর চেয়ে বড় কথা, ছিনতাই হলে চিতকার করবে, এটাই স্বাভাবিক। অন্তত মোবাইলে সঙ্গে সঙ্গে অফিসে জানাতো। তাও করেনি। নিজেরা বাইকে নাকি হেঁটে এটিএমগুলিতে যাচ্ছিল, তাও একেক সময় একেক কথা বলে। তাই তাদেরই আপাতত দোষী বলে মনে করছে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker