Barak UpdatesSports
মেয়ের পক্ষে সংবর্ধনা গ্রহণে শিলচরে দীপা কর্মকারের বাবাGymnast Dipa Karmakar’s father received felicitation given by Rotary Greenland on her behalf
জাতীয় ক্রীড়া দিবসে বুধবার অলিম্পিকে পদকজয়ী দীপা কর্মকারকে সংবর্ধনা জানাল রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড। ত্রিপুরার মেয়ে দীপা বর্তমানে দেশের গর্ব। বর্তমানে তিনি জাকার্তায় ভারতের প্রতিনিধিত্ব করছেন। তাই রোটারি গ্রিনল্যান্ডের আমন্ত্রণে শিলচরে আসেন তাঁর বাবা দুলাল কর্মকার।
রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড উত্তরপূর্বে তিন ক্রীড়া ব্যক্তিত্বকে সংবর্ধনার আয়োজন করে। দীপা কর্মকার, ভোগেশ্বর বরুয়া ও জয়দীপ দাস। অসমের প্রথম অর্জুন ভোগেশ্বরবাবুর হয়ে সংবর্ধনা সামগ্রী গ্রহণ করেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়। সিওল এশিয়াডে পদকজয়ী জয়দীপবাবু শিলচরেই অন্য অনুষ্ঠানে ব্যস্ত থাকায় সংবর্ধনা গ্রহণে যেতে পারেননি। তিনি বৃহস্পতিবার রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের অন্য এক অনুষ্ঠানে সংবর্ধিত হবেন।
বুধবার মেয়ের হয়ে সংবর্ধনা সামগ্রী গ্রহণ করে দীপার বাবা দুলাল কর্মকার বলেন, আগস্ট মাসটা তাঁদের পরিবারের কাছে বড় আনন্দের। এই মাসেই জন্ম নিয়েছেন দীপা। এই মাসেই জাতীয় ক্রীড়া দিবসে গত কয়েক বছর ধরে এখানে-ওখানে উপস্থিত থাকার সুযোগ পাচ্ছেন। একবার ছিলেন রাষ্ট্রপতি ভবনে, একবার প্রধানমন্ত্রীর সঙ্গে সময় কাটান। এ বার মেয়ে জাকার্তা বলে তিনি এসেছেন অসমের শিলচরে। একে বিরাট গর্বের অংশ বলে উল্লেখ করেন দুলালবাবু।
অসমের হিমা দাসের কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন দীপার বাবা। তিনি নিজেও একজন কৃতী জিমন্যাস্ট। দুলালবাবু বলেন, উত্তরপূর্বে ক্রীড়াপ্রতিভা রয়েছে। দীপা-হিমারা প্রমাণ করল।
জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বুধবার এক দাবা প্রতিযোগিতারও আয়োজন করে রোটারি গ্রিনল্যান্ড। সহযোগিতায় ছিল জেলা ক্রীড়া সংস্থা ও কাছাড় জেলা দাবা সংস্থা। এই দাবা প্রতিযোগিতায় মোট ৩৮ প্রতিযোগী অংশগ্রহণ করে। তিনটি ক্যাটেগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুর্ধ্ব ১১, অনুর্ধ্ব ১৫ এবং মুক্ত ক্যাটেগরি। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পদক, শংসাপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন ডিএসএ সভাপতি বাবুল হোড়, রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের সভাপতি মধুমিতা পাল, চার্টার প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য, সিডিসিএ সভাপতি বিভেন্দু দাস, সিডিসিএ সম্পাদক নির্মাল্য চক্রবর্তী, সিডিসিএ উপদেষ্টা রাজীব গুপ্ত , আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক চার্বাক প্রমুখ। ছিলেন প্রকল্পের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিমব্রত দাস।
Gymnast Dipa Karmakar was felicitated by Rotary Club of Greenland, Silchar on the occasion of National Sports Day. Dipa Karmakar, the pride of India hails from the neighbouring state of Tripura. However, as Dipa is now in Jakarta to represent India in Asian Games 2018, so on her behalf, Dulal Karmakar, the proud father of Dipa responded to the call of Rotary and came over to Silchar.
On Wednesday, Rotary Club of Green Land Silchar in collaboration with District Sports Association, Cachar, and Cachar District Chess Association organized a chess tournament on the occasion of National Sports Day. A total of 38 young talents participated in the chess tournament.
The tournament was organized in three categories-under 11, under 15 & open category. Later on, certificates, awards & prize money were handed over to the winners in a formal prize distribution ceremony.
The dignitaries present during the prize distribution ceremony were Babul Hore, President of DSA Cachar, President of Rotary Club of Green Land Silchar Rtn Madhumita Paul, Charter President Rtn Ashim Bhattacharjee, President of CDCA Shri Vivendu Das, Secretary CDCA Shri Nirmalya Chakraborty, Member CDCA Shri Rajib Gupta and others. Rotarian Saurav Chakraborty was the Chairman of the programme, while the ceremony was compered by Rotarian Dr. Himabrata Das.