Barak UpdatesBreaking News

অমিত শাহকে ক্ষমা চাইতে বলল সিআরপিসিসি
CRPCC asks Amit Shah to beg apology

২১ লক্ষ 'উইপোকা' এনআরসিতে!
21 lakh 'termites' in NRC

৩১ আগস্টঃ এন আর সি’র চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়া চল্লিশ লক্ষ নাগরিককে বিজেপি’র প্রাক্তন সভাপতি অমিত শাহ উঁইপোকা, ঘুসপেটিয়া ইত্যাদি বলে চরম অপমান করেছিলেন। এই চল্লিশ লক্ষ নাগরিকের মধ্যে প্রায় একুশ লক্ষ মানুষের নাম চূড়ান্ত তালিকায় সন্নিবিষ্ট হয়েছে। তাই এখন অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলল সিআরপিসিসি। সংগঠনের সভাপতি, প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বলেন, এনআরসি-ছুট নাগরিকদের উঁইপোকা, ঘুসপেটিয়া ইত্যাদি বলে অপমান করা মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁর কথায়, ভারতের সাক্ষ্য আইনকে এনআরসি’র যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হলে বাকি ১৯ লক্ষেরও বিশাল সংখ্যক নাগরিকের নাম বাদ পড়ত না।

এনআরসি’র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেন যারা, তারা কীভাবে আইনি সহায়তা পেতে পারেন, সিআরপিসিসি সে ব্যপারেই এখন চিন্তিত। শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলন ডেকে তাঁরা ট্রাইবুনালে বিচার প্রক্রিয়ায় ভারতের সাক্ষ্য আইনকে মান্যতা দেওয়ার দাবি জানান। বলেন,  কোনও অজুহাতেই তাদের আবেদন বিচারের আগে বাতিল করা চলবে না । প্রতিটি ব্লকে ট্রাইব্যুনাল স্থাপনেরও দাবি করেন তাঁরা।

তাদের দাবির মধ্যে রয়েছে, এনআরসি-তে যাদের নাম সন্নিবিষ্ট হয়নি, তারা এর কারণ জানতে চাওয়া মাত্র প্রদান করতে হবে। কারণ ট্রাইব্যুনালে আবেদন জানানোর জন্য এটি সঙ্গে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এনআরসি-ছুট প্রত্যেককে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করতে হবে। বিচার চলাকালে এনআরসি থেকে নাম বাদ পড়াদের কোনও ধরনের নাগরিক সুবিধা কেড়ে নেওয়া চলবে না।

সাংবাদিক সম্মেলনে তপোধীর ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন সাধন পুরকায়স্থ, অরুণাংশু ভট্টাচার্য, কিশোর ভট্টাচার্য, সুনীত দত্ত, হিলালউদ্দিন লস্কর, সুব্রতচন্দ্র নাথ, শরিফুজ্জামান লস্কর, নন্দনকুমার নাথ, হিল্লোল ভট্টাচার্য, মুজিবুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker