Barak UpdatesBreaking News
করিমগঞ্জে ৮৬ ও হাইলাকান্দির ৫৭ সেবাকেন্দ্রে শনিবার এনআরসি তালিকা
৩১ আগস্ট : করিমগঞ্জ জেলার ৮৬টি সেবাকেন্দ্রে শনিবার জাতীয় নাগরিকপঞ্জির তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি অনলাইনে এআরএন নম্বর দিয়েও তালিকা দেখা যাবে। করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত বছর ৩১ জুলাই প্রকাশিত সম্পূর্ণ খসড়ায় নাম অন্তর্ভুক্তি না হওয়ার জন্য দাবিপত্র দাখিল করা ব্যক্তি অথবা চলতি বছরের ২৬ জুন প্রকাশিত আগের সম্পূর্ণ তালিকা থেকে বাদ পড়া ব্যক্তি বা সম্পূর্ণ খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হওয়া যেসব ব্যক্তির বিরুদ্ধে আপত্তি দাখিল করা হয়েছিল কেবল তাদেরই নাগরিকপঞ্জিতে নাম ওঠার স্থিতি শনিবার জেলার সংশ্লিষ্ট এনএসকেগুলোতে দেখা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বছরের ৩০ জুলাই সম্পূর্ণ খসড়ায় অন্তর্ভুক্ত হওয়া এবং এ বছরের ২৬ জুন বাদ না পড়া ব্যক্তিদের মধ্যে যাদের গত ৫ জুলাই থেকে শুরু হওয়া কোনও শুনানিতে ডাকা হয়েছিল, তাদের স্থিতিও দেখা যাবে।
এদিকে, শনিবার হাইলাকান্দি জেলার ৫৭টি সেবাকেন্দ্রে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়াও জনগণ জেলাশাসকের কার্যালয়, সার্কল অফিসারের কার্যালয়েও নাগরিকপঞ্জির তালিকা দেখতে পারবেন।
অন্যদিকে, জেলাশাসক কীর্তি জলির পৌরোহিত্যে আয়োজিত এক বৈঠকে এনআরসি তালিকা প্রকাশের পর জেলায় উদ্ভূত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।জেলাশাসক জানিয়েছেন, ইতিমধ্যে পুরো জেলার জন্য অতিরিক্ত 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। এছাড়া সমগ্র জেলাকে তিনটি জোনে ভাগ করে প্রতিটি জোনে একজন ডিএসপিকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সুপার পিকে নাথ জানান, এনআরসি সম্পর্কে গুজব প্রতিরোধ করতে সামাজিক মাধ্যমের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হবে।