Barak UpdatesBreaking News
শহরের রাস্তায় পুজোর মণ্ডপ -গেট নয়, নির্দেশ প্রশাসনেরDistrict administration prohibits making gates-pandals of Durga Puja on road
২৮ আগস্ট : শিলচর শহর এলাকায় রাস্তার ওপর পুজো মণ্ডপ নির্মাণ না করতে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলোকে নির্দেশ দিয়েছেন কাছাড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এ মর্মে শিলচরের পূর্ত ন্যাশনাল হাইওয়ে এবং পূর্ত সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাঠানো চিঠিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, শহর এলাকায় কিছু পুজো আয়োজক কমিটি পুজোর গেট/প্যান্ডেল ইত্যাদি রাস্তার উপরেই নির্মাণ করে ফেলেন। এতে যানবাহন ইত্যাদির স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং মণ্ডপ নির্মাণ করার ফলে রাস্তাও নষ্ট করে ফেলেন।
এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের বলা হয়েছে, কোনও পূজা কমিটি যাতে শহর এলাকায় পূজার গেট/প্যান্ডেল ইত্যাদি শহরের রাস্তার উপরেই নির্মাণ করতে না পারেন, সে বিষয়ে নিশ্চিত করতে হবে। তাছাড়া সাধারণ মানুষ ও যানবাহন চলাচল করার ক্ষেত্রে যাতে কোনও প্রকারের বিঘ্ন না ঘটে, তাও নিশ্চিত করতে হবে।
দুর্গা পূজার আগে এ রকম বিজ্ঞপ্তি প্রতি বছরই জারি করা হয় কিন্তু কার্যে পরিণত করতে কোন চেষ্টা করা হয় না। তবু আশা রাখছি এবার।
TRUE. WE SHOULD CO-OPERATE WITH DISTRICT ADMINISTRATION.
This is need of this hour. If can be implemented, we people will be more thankful to Devi Durga this time.