Barak UpdatesBreaking News

মহাশ্বেতা দেবীর গদ্য নিয়ে জিসি কলেজে আলোচনা
Panel discussion on literary activities of Mahasweta Devi held in G.C. College

২৮ আগস্ট : সাহিত্য অ্যাকাডেমি ও গুরুচরণ কলেজের বাংলা বিভাগের যৌথ উদ্যোগে কলেজ কনফারেন্স হলে মঙ্গলবার বিকেলে একদিনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গদ্য রচনায় মহাশ্বেতা দেবী’ শীর্ষক আলোচনা সভায় সহযোগিতা করে কেন্দ্র সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়। প্রথম পর্বে কলেজ অধ্যক্ষ ড. বিভাস দেবের পৌরোহিত্যে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রাসঙ্গিক বক্তব্যে তিনি বলেছেন, এ ধরনের আলোচনা সভা ছাত্র-ছাত্রীদের শৈক্ষিক জ্ঞানকে প্রসারিত করে। এ দিন আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এমেরিটাস অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন। এর পাশাপাশি কলেজের উপাধ্যক্ষ অশেষ ভট্টাচার্য এবং কলেজের বাংলা বিভাগের প্রধান অনামিকা চক্রবর্তীও বক্তব্য রাখেন।

দ্বিতীয় পর্বে ‘গদ্য রচনায় মহাশ্বেতা দেবী’ শীর্ষক আলোচনা সভায় গবেষণাধর্মী ও মনোনীত প্রবন্ধ পাঠ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. বিশ্বতোষ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. প্রিয়কান্ত নাথ, মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ড. সুস্পিতা দাস। সবশেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন অধ্যাপক প্রণয় ব্রহ্মচারী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অধ্যাপক উত্তম রায়। এ দিন আমন্ত্রিত শিল্পী, সাহিত্যিক, অধ্যাপক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker