Barak UpdatesBreaking News
বর্জ্য ব্যবস্থাপনা : এ বার স্কুল শিক্ষকদের সচেতনতার পাঠGarbage disposal: Now school teachers are given awareness tips
২০ আগস্ট : চলতি সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্ট (এসএলআরএম) প্রকল্পের অঙ্গ হিসেবে শিলচরের সবক’টি স্কুল শিক্ষকদের জন্য একটি সচেতনতামূলক অনুষ্ঠান সোমবার গুরুচরণ কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে কাছাড় জেলা প্রশাসন। এই সচেতনতা সভায় শহরের প্রায় পাঁচশ’র বেশি নিম্ন প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
এই সচেতনতা সভায় একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং স্লাইড শো-এর মাধ্যমে সলিড ও লিকুইড ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ সি শ্রীনিবাসন কীভাবে কঠিন ও তরল বর্জ্য পদার্থ আলাদা করে ডাম্পিং সাইটে নিয়ে যাওয়া হয় এবং তা থেকে পুনরায় এই প্রকল্পের অধীনে কঠিন ও তরল বর্জ্য পদার্থ আলাদা করে তার প্রক্রিয়াকরণ এবং এই বর্জ্য পদার্থের পুনঃব্যবহার করা হয়, সে সম্পর্কে বিস্তারিতভাবে তাঁদের বুঝিয়ে বলেন। এই সভায় কাছাড় জেলার স্কুল পরিদর্শক সেমিনা ইয়াসমিন আরা রহমান, সহকারী আয়ুক্ত দীপময় ঠাকুরিয়া সহ বিভিন্ন ব্লকের ব্লক এলিমেন্টারি অফিসাররা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বিভিন্ন স্তরের প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে এ দিন এই সভায় ডাকা হলেও স্থান সংকুলান করা সম্ভব হয়নি। ভিড়ের জন্য অনেকে অডিটরিয়ামে ঢোকার সুযোগও পাননি। বসার জায়গারও অভাব ছিল। এ অবস্থায় অডিটোরিয়ামের বাইরে ঠায় দাঁড়িয়েই অনেকে ফিরে এসেছেন। এ বিষয়টি আগে থেকে ভাবা উচিত ছিল প্রশাসনের।