Barak UpdatesBreaking News
গৌতম রায়ের দলবদলে কংগ্রেসিরাই খুশি, বিজেপি নীরব
১২ আগস্টঃ গৌতম রায়ের দলবদলে স্থানীয় বিজেপি শিবিরে এখনও নীরবতা। খুশির ঝিলিক একাংশ কংগ্রেসির মধ্যে। কেউ বাজি-পটকা পোড়াচ্ছেন, কেউ মিষ্টি বিতরণ করছেন। কিন্তু গৌতম অনুরাগী হিসেবেই পরিচিত। এখনও বিজেপিতে যোগ দেননি তাঁরা। গৌতমবাবুর দলবদলে তাঁদের কাছে খুশির কথা, বিজেপি-তে ভিড়তে তাদের এখন আর সমস্যা হবে না।
গৌতম রায়ের শিলচরে ফেরার দিনেই সবাই তাঁর হাত ধরে গেরুয়াবাহিনী হয়ে উঠবেন। এখানেই বিজেপির স্থানীয় নেতৃত্বের আশঙ্কা। এ দিন অনেকেই মন্তব্য করেন, তাদের হাত থেকে বাঁচতেই পরিবর্তনের স্লোগান দিয়েছিলাম। এখন তো বিজেপি অফিসগুলি কংগ্রেসিদের দখলে চলে যাচ্ছে, আর কোথায় পরিবর্তন হল!
কংগ্রেস নেতৃত্ব অবশ্য গৌতম রায়ের চলে যাওয়াকে মোটেও গুরুত্ব দিতে নারাজ। তাঁদের ভাবভঙ্গী এমনই যে, দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো। গৌতম রায় এতদিন কংগ্রেসে থেকেই বিজেপির জন্য কাজ করছিলেন। এখন সরাসরি করবেন, তাই ভালো। প্রাক্তন সাংসদ, মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সুস্মিতা দেব বলেন, তাঁর দলবদলে কংগ্রেসের ক্ষতি কতটা হয়েছে, তা জানি না। তবে একটি বিষয়ে আমি নিশ্চিত, বিজেপির ক্ষতি হয়েছে কংগ্রেসের চেয়ে বেশি।