Barak Updates
বঙ্গ সাহিত্যের বাংলা পরীক্ষার ফলপ্রকাশResult of Bengali exam conducted by Banga Sahitya declared
৫ আগস্টঃ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দূরশিক্ষা কেন্দ্র পরিচালিত ২০১৯ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ফল সোমবার প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে ৭৮জন এ বার এই পরীক্ষায় বসেছিলেন। তাদের মধ্যে ৫৯জন উত্তীর্ণ হয়েছেন। পাশের হার ৭৫.৬৪ শতাংশ। ২০১৮ শিক্ষাবর্ষের ৫ ছাত্রও এ বার বসেছিলেন। সবাই পাশ করেছেন। সেই হিসেবে নিয়মিত পরীক্ষার্থী ছিলেন ৭৩জন। উত্তীর্ণ হল ৫৪জন।
শিলচর ও করিমগঞ্জ দুই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জে ১৪জন বসেছিলেন। তাদের মধ্যে ১০জন পাশ করতে সক্ষম হয়েছেন। বাকি উত্তীর্ণ ৪৯ জনই শিলচর পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী।
দূর শিক্ষা কেন্দ্রের পরীক্ষা নিয়ামক সঞ্জীব দেব লস্কর জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম বিলি শুরু হয়ে গিয়েছে। তা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ওই তারিখের মধ্যেই প্রয়োজনীয় নথি সহ ফর্ম পূরণ করে জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় ১০০ টাকা জমা করতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় যাদের বাংলা ছিল, তাদের ভর্তি পরীক্ষায় বসতে হবে না। সরাসরি তারা ভর্তি হয়ে যাবেন।