Barak Updates

কর্মশালায় সেজে উঠছে নেকলেস, আংটি, চুড়ি
Imitation jewelry making workshop begins at Silchar

৪ আগস্ট : দ্য গ্রুপ অব কালার্স-এর উদ্যোগে শনিবার থেকে শিলচরে শুরু হয়েছে দু’দিনের হস্তশিল্প জুয়েলারি কর্মশালা। পার্ক রোডের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে আয়োজিত এই কর্মশালায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে এই কর্মশালা। এই কর্মশালায় নেকলেস, চুড়ি, আংটি, বিভিন্ন ধরনের কানের দুল ইত্যাদি তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রথম দিন সকাল দশটায় দুদিনের এই কর্মশালার সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রণবানন্দজী মহারাজ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের সভাপতি দীপক ব্রহ্ম, আয়োজক সংগঠনের কার্যকরী সভাপতি আইনজীবী বাবু সিংহ, সম্পাদক গৌরশংকর নাথ, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। দুদিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন তনুশ্রী দত্ত সরকার, রুমা চক্রবর্তী ও অমিতা নাথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker