India & World UpdatesBreaking News

শিশুর মুখ থেকে অস্ত্রোপচার করে বের হল ৫২৬টি দাঁত
526 teeth taken out from a child’s mouth after operation

৩১ জুলাই : সাধারণভাবে একজনের ৩২টি দাঁত থাকার কথা আমরা জানি। কিন্তু মাত্র ৭ বছরের একটি শিশুর মুখে ৫২৬টি দাঁত! অনেকটাই অবিশ্বাস্য ঠেকে সবার কাছে। চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজে এক বিরল অস্ত্রোপচারে শিশুর মুখ থেকে সেই দাঁতগুলো বের করা সম্ভব হয়েছে। শিশুটির ডান দিকের চোয়ালে খুব ব্যাথা হওয়ায় তাঁকে নিয়ে হাসপাতালে যান অভিভাবকরা। শিশুটির মুখে ৫২৬টি দাঁত দেখে হতবাক চিকিত্‍সকরাও। এরপরই এই বিরল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল করে চিকিত্‍সকরা জানান, চোয়ালে অদ্ভূত রকমের একটা ফোলা ভাব ছিল শিশুটির। আর তার জেরেই মুখের ভেতর যন্ত্রণা হচ্ছিল। এরপর চিকিত্‍সকদের সফল অস্ত্রোপচারের পর দেখা যায়, মুক্তোর দানার মতো ছোটো ছোট দাঁত বেরিয়ে এসেছে মুখ থেকে।

চিকিতসকরা জানান, একটি রোগের জন্য এমন হয়েছে। বিরল এই রোগের নাম ‘কম্পাউন্ড কম্পোজিট ওন্ডোটম’। অস্ত্রোপচারের ৩ দিন পর অবশ্য সুস্থ হয়ে যায় শিশুটি। চিকিত্‍সকরা আরও জানিয়েছেন, ওই শিশুর চোয়াল অস্ত্রোপচার করে দেখা যায়, ভেতরে একটি থলির মতো রয়েছে, যার ওজন ২০০ গ্রাম। সেটি বের করে ফেলা হয়, তাতেই ছিল ৫২৬টি দাঁত। এই দাঁতগুলো বিভিন্ন আকারের ছিল। কয়েকটা দাঁত তো একেবারেই ছোট, একেবারে দানার মতো। এই অস্ত্রোপচারে পাঁচ ঘণ্টা লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker