India & World UpdatesBreaking News

মুম্বাইয়ে ভবন ভেঙে পড়ায় চলছে ঊদ্ধার, মৃতদের ৫ লক্ষ করে সাহায্য
Multi-storied building collapses at Mumbai, 13 dead till now

১৭ জুলাই : হিমাচল প্রদেশের পর এ বার মুম্বইয়ে ভেঙে পড়ল একটি বহুতল বাড়ি। মঙ্গলবার সকালে মুম্বইয়ের ডোংরি এলাকায় ভেঙে পড়েছে এই ৫ তলা ভবনটি। এ ঘটনায় এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে জোরকদমে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনায় মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ ভেঙে পড়ে বাড়িটি। ২ জনকে প্রথমে উদ্ধার করে জে জে হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ও আহতদের ৫০ হাজার করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। তাছাড়া আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে মহারাষ্ট্র সরকার। এ দিন ফড়নবীশ বলেন, এই বাড়িটি ১০০ বছরের পুরনো। উল্লেখ্য, গত রবিবার বিকেলে হিমাচল প্রদেশের সোলানে বাড়ি ভেঙে মৃত্যু হয় কমপক্ষে ১৪ জনের। সোমবার সকালে আরও ১১টি দেহ উদ্ধার করা হয়। মৃত ১৪ জনের মধ্যে ১৩ জনই সেনা জওয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker