Barak UpdatesBreaking News

পুলিশের গাড়ির ধাক্কায় হত মহিলা, আহত শিশু, কাটিগড়ায় অবরোধ
Police vehicle kills woman, injures child, road blocked at Katigorah

১৪ জুলাই : ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগড়া অংশে প্রতি রাতে পুলিশের তিনটি দলের পাহারা অব্যাহত থাকলেও কয়লা, সার, বার্মিজ সুপারি সহ গরু পাচার নির্ভেজালে চলছে। ছয় নম্বর জাতীয় সড়কে টহল দিয়ে থানায় ফিরে আসার পথে পুলিশের গাড়ি প্রাণ কেড়ে নিল বছর পঞ্চাশ বছরের এক মহিলার। এছাড়া একটি শিশু আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রবিবার সকাল ৮টায় ঘটনাটি ঘটেছে কাটিগড়ার সিদ্ধেশ্বরে।

এ দিন সকালে স্মৃতি মালাকার নামের (৫০) এক মহিলা তার নাতনি প্রেয়সীকে নিয়ে ঘর থেকে বের হন। মাত্র ২০০ মিটার দূরের পূর্ত সড়কে ওঠার পরই কাটিগড়া থানার কনস্টেবল নান্টু নাথ ব্যক্তিগত ওয়াগনার গাড়ি নিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মারে ওই মহিলা সহ শিশুটিকে। সঙ্গে সঙ্গে ঠাকুমা ও নাতনি জাতীয় সড়কে লুটিয়ে পড়েন। এলাকার জনগণের অভিযোগ, ওইসময় নান্টু নাথ ও অন্য আরেকজন কনস্টেবল ৬ নম্বর জাতীয় সড়কের হিলাড়া থেকে রাতের তোলাবাজি সেরে ফিরছিলেন। এলাকাবাসী ঘটনার সঙ্গে সঙ্গে স্মৃতি মালাকার ও তাঁর নাতনিকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। চিকিৎসকদের সব চেষ্টা বিফল করে সকাল ১১টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন স্মৃতি মালাকার।

তাঁর মৃত্যু সংবাদ কাটিগড়ায় পৌঁছানোর পর পরিস্থিতি বিগড়ে যায়। বিক্ষুব্ধ এলাকাবাসী সিদ্ধেশ্বরে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে কাটিগড়া থানার ওসি নয়নমনি সিনহা পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেও লাভ হয়নি। মাঠে নামতে হয় কাটিগড়ার সার্কল অফিসার জিতেন টাইডকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন। সার্কল অফিসার আশ্বাস দেন, হত মহিলার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁর আশ্বাসে অবরোধ তোলেন বিক্ষুব্ধ এলাকাবাসী। উল্লেখ্য, আহত প্রেয়সী মালাকার চিকিৎসাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker