Barak UpdatesBreaking News
লাগাতার বর্ষণ, কর্মস্থল ত্যাগ না করতে সরকারি কর্মীদের নির্দেশFlood-like situation, state govt employees directed not to leave station
১৩ জুলাইঃ প্রবল বর্ষণের দরুন জেলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ তারিখের আগে দিন ভালো হওয়ার সম্ভাবনা নেই। এই প্রেক্ষিতে বন্যা বা জমাজলে প্রচুর মানুষের বন্দি হয়ে পড়ার ঘটনা ঘটতে পারে।
তাই কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সময়ে সরকারি কর্মীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে যে কাউকে যে কোনও প্রয়োজনে ডাকা হতে পারে। বিশেষ করে,বন্যাদুর্গত হয়ে আসা লোকজনদের উদ্ধার ও ত্রাণের মত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই অবস্থায় কেউ দায়িত্ব এড়িয়ে চললে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
দুর্যোগ মোকাবিলা বিভাগ সূত্রে জানা গিয়েছে, জল বাড়ার প্রেক্ষিতে শিলচরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নম্বর ০৩৮৪২-২৩৯২৪৯। টোল ফ্রি ১০৭৭ নম্বরেও প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে। কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জেলার সমস্ত ফেরিসেবা এই সময়ে বন্ধ রাখতে নির্দেশ জারি করেছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম মেনে চলতে বলা হয়েছে। এমনকী, এই সময়ে কেউ নিজস্ব নৌকো ব্যবহার করতে পারবেন না। জলের কাছে না যেতেও সাধারণ জনতাকে অনুরোধ করা হয়েছে।