Barak UpdatesBreaking News

নতুন করে ভারী বৃষ্টিপাত, বন্যার পদধ্বনি বরাকে
Rainfall continues, flood-like situation

Water Level at Silchar Annapurna Ghat at 7 PM is 20.26 mtrs

১৩ জুলাই : শুক্রবার রাত ১২টায় শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদী বিপদসীমা অতিক্রম করেছে। অর্থাৎ রাত ১২টায় জলস্তর ছিল ১৯.৮৩ মিটার। ওই সময় জল ঘণ্টায় ৪-৫ সেমি করে বেড়েছে। তবে শেষরাতে জল বাড়ার গতি কিছুটা কমে যায়। ভোর ৪টা থেকে ৬টার মধ্যে জল মাত্র ১ সেমি করে বেড়েছে। তবে সকাল ৬টা থেকে ঘণ্টায় ২ সেমি করে জল বাড়ে। ফলে ৬টায় অন্নপুর্ণাঘাটে যেখানে জলস্তর ছিল ২০ মিটার, সবশেষ পাওয়া খবর অনুযায়ী বিকেল ৩টায় জলস্তর ২০.১৯ মিটার। বিকেল ৩টা পর্যন্ত ২ সেমি করেই জল বেড়েছে।

এদিকে, শনিবার সকালে হালকা রোদ দেখা গেলেও দুপুর ১টা নাগাদ হঠাত করে মুষলধারে বৃষ্টি বন্যা পরিস্থিতির যে আরও অবনতি করবে তা আর বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিন থেকে টানা বৃষ্টিতে বরাকের সব নদীতেই জল বাড়ছে।

Shillongpatty,Silchar. Pic Credit: Dr.Rajib Kar

বরাকের বেশিরভাগ নদীর জলই এখন বিপদসীমা অতিক্রম করেছে। উপত্যকার গ্রামাঞ্চলের বহু নিচু এলাকা প্লাবিত। দুর্গম এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে রওনা হয়েছেন। কিছু কিছু আশ্রয় শিবিরে বন্যাক্রান্ত মানুষ আশ্রয় নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker