Barak UpdatesBreaking News

গ্রামীণ হাসপাতালেও এখন ভিশন কেয়ার অন হুইল
Vision care on wheels now available in rural hospitals

৮ জুলাই: নিজের সেবাক্ষেত্র বাড়িয়েই চলেছে এনজিও ভিশন কেয়ার অন হুইল। এ বার স্বাস্থ্য বিভাগের অনুরোধে চক্ষু পরীক্ষার গাড়ি নিয়মিত যাচ্ছে গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালগুলিতে। ২৬ জুন জয়পুর থেকে এই বিশেষ সেবা শুরু হয়েছে। এনজিও-টির প্রধান কর্মকর্তা রণবীর দাশগুপ্ত জানান, কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাঃ সুদীপ জ্যোতি দাসের পরামর্শে তারা গ্রামীণ হাসপাতালগুলিতেও চক্ষু পরীক্ষা শিবির করছেন।

বিনা মাশুলে চক্ষু পরীক্ষা ছাড়াও অনেক ওষুধই বিনামূল্যে বিতরণ করা হয়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, ৫০০ টাকা দামে চশমা বিতরণ। গ্রামাঞ্চলে বহু মানুষ রয়েছেন, শহরে এসে ডাক্তার দেখিয়ে চশমা নেওয়া একেবারে অসম্ভব ছিল, তারা নিজেদের এলাকায় ভিশন কেয়ার অন হুইলকে পেয়ে ৫০০ টাকায় চশমা পরে প্রায় নতুন করে দৃষ্টি ফিরে পাচ্ছেন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker