Barak UpdatesBreaking News

দুই শিশু নিখোঁজ হওয়ার নেপথ্যে পুলিশ! সন্দেহ শিশু সুরক্ষা সমিতির
Protest demonstration staged: Demand raised to trace 2 missing children

১ জুলাই : শিলচর আশ্রম রোডের দুই শিশু নিখোঁজ হওয়ার নেপথ্যে থাকতে পারে পুলিশও। এমনই সন্দেহ ব্যক্ত করল শিশু সুরক্ষা ও নাগরিক কল্যাণ সমিতি। সোমবার শিলচরে জেলাশাসকের কার্যালয়ের সামনে ধর্নায় বসে সমিতি অভিযোগ করে, দুই শিশুর মাকে পুলিশ উদ্ধার করেছে। ফলে মায়ের সঙ্গে কথা বলে দুই শিশুকেও উদ্ধার করা উচিত পুলিশের। তা না হলে পুলিশের ওপর সন্দেহ ঘনীভূত হচ্ছে।

শিলচর আশ্রম রোড থেকে প্রায় ২২ দিন আগে নিখোঁজ হয়েছে দুই শিশু সন্তান। সঙ্গে তাদের মা নিখোঁজ হলেও দুই পুলিশ কর্মী তাদের মাকে খুজে বের করেছে। কিন্তু এ পর্যন্ত ১১ বছরের সুরজ ও ৫ বছরের সুপ্রিয়াকে উদ্ধার করা সম্ভব হয়নি। সমিতি অভিযোগ করে, এরা দিনমজুরের সন্তান হওয়ার জন্য পুলিশ তাদের উদ্ধারে তৎপরতা দেখাচ্ছে না। এদের খুজে বের না করলে বড় ধরনের আন্দোলনের হুমকিও দিয়ে রেখেছে সমিতি।

সোমবার সমিতি সাফ জানিয়ে দিয়েছে, ৭ দিনের মধ্যে দুই শিশুকে উদ্ধার করা না হলে জোরদার আন্দোলন শুরু হবে। সমিতির জনৈক কর্মকর্তা বলেন, এ ঘটনার তদন্তে একজন অকর্মণ্য অফিসারকে নিয়োগ করা হয়েছে। তাছাড়া কোন দুই পুলিশকর্মী শিশুর মাকে উদ্ধার করেছে, তাও সবার সামনে খোলাসা করতে হবে।

July 1: Two children went missing from Tapaban Nagar area near Silchar town on 9 June 2019. Somabala Das, mother of these two children went out at dusk from her house on 9 June taking along with her 11 year old son Sourav Das and 7 year old daughter Supriya Das. After 3 days, that is, on 12 June Somabala Das was recovered by the police from Silchar Ashram Road in an unconscious state. However, the two children could not be traced. Her husband, Surodhan Das filed a complaint with the police that his two children were sold by his wife. As such, Somabala Das was arrested by the police.

Since then 22 days have elapsed but yet police has failed to trace the two missing children. This has led to great resentment among the people. On Monday, under the banner of Children Protection & Citizen Welfare Society a massive protest demonstration was launched near the office of the Deputy Commissioner, Cachar, wherein demand was raised to trace the children. Some other organisations also took part in the demonstration.

A memorandum was also submitted ti Deputy Commissioner Laya Madduri. It was stated by them that two years ago, a small girl Trisha was kidnapped from the Assam University campus. They asserted that ADGP Mukesh Agarwal came to Silchar and led the operation of tracing that child. After a lapse of only 4 days, Trisha was recovered from Meghalaya. They alleged that there was no eagerness on the part of the police to trace Souravh and Supriya because they belong to a poor family.

It was learnt that the Deputy Commissioner assured them that she will instruct the police to trace the two missing children on a war footing. Later on, they also submitted a memorandum to Police Super Jagdish Das. He also assured them full cooperation and asked them to keep trust on the police.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker