Barak UpdatesBreaking News
দাবায় এশিয়াসেরা আগরতলার আরষিয়াAroshiya from Agartala becomes champion in Asian School Chess competition
৩০ জুনঃ এশিয়ান স্কুল চেস চ্যাম্পিয়ন হল আগরতলার আরষিয়া দাস। গত বৃহস্পতিবার উজবেকিস্তানে হওয়া এই প্রতিযোগিতায় ব্লিটজ ইভেন্টের অনূর্ধ্ব নয় বিভাগে সোনা জেতে সে। সাত রাউন্ডের শেষে আরষিয়ার সংগ্রহ ৫ পয়েন্ট। ক্ল্যাসিকাল বিভাগেও পদক জেতে সে। ক্ল্যাসিকাল বিভাগে জেতে ব্রোঞ্জ। এই মুহূর্তে ৯ বছরের ত্রিপুরা-কন্যার র্যাঙ্কিং ১৩৪০।
পাঁচ বছর বয়সে আগরতলার এক শপিং মলে দাবার বোর্ড দেখে বায়না ধরে আরষিয়া। বাবা পূর্ণেন্দু দাস ইঞ্জিনিয়ার। বাড়িতে কেউ দাবা খেলার সঙ্গে যুক্ত নয়। তবু মেয়ের বায়না মেটাতে দেরি করেননি পূর্ণেন্দুবাবু। শনিবার উজবেকিস্তান থেকে দিল্লি ফেরে তৃতীয় শ্রেণির পড়ুয়া আরষিয়া ।
আগরতলায় বীরেন্দ্র ক্লাবে প্রথম দাবা খেলার প্রথাগত শিক্ষা পায় আরষিয়া। ২০১৬ থেকে বিভিন্ন জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে। এই মুহূর্তে ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্তের তত্ত্বাবধানে খেলছে আরষিয়া। গত বছর নভেম্বরে স্পেনে আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-৮ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে। ১০০ জনের মধ্যে অল্পের জন্য পদক হাতছাড়া হয় তার। ২০১৭ ও ২০১৮-র কমনওয়েলথ গেমসেও অংশ নেয় আরষিয়া। দু’ বারেই নবম হয়। জাতীয় স্কুল চেস চ্যাম্পিয়ন ২০১৯-এ রায়পুরে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়। এর ফলে আরষিয়া ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করে উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান স্কুল চেস চ্যাম্পিয়নশিপে। সেখানে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করল আরষিয়া।