Barak UpdatesSports
অপরাজিত থেকেই সেমিতে ভারত
এ দিন ৬১ বলে ৫৬ করলেন ধোনি। হার্দিক পাণ্ডিয়া দ্রতলয়ে ৩৮ বলে ৪৬ রান করে গেলেন।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। শুরুতেই ১৮ রানে ফিরে যান ওপেনার রোহিত শর্মা। কেমার রচের বল তাঁর ব্যাট ছুঁয়ে জমা পড়ে উইকেট কিপার শেই হোপের গ্লাভসে। ভারত এক উইকেটে ২৯।
অন্য ওপেনার লোকেশ রাহুল ভাল শুরু করেও বড় রান করতে ব্যর্থ। ভারতের যখন ৯৮ রান, তখন রাহুল ফেরেন ব্যক্তিগত ৪৮ রান করে। হোল্ডারের বলে তাঁর উইকেট ছিটকে যায়। চার নম্বরে বিজয় শঙ্কর ১৯ বলে ১৪ করেন। বোলার সেই রচ। ধোনির আগে ব্যাট করতে পাঠানো হয় কেদার যাদবকে। তিনি ১০ বলে ৭ রান করে ফেরেন।
ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে কোহলি ও ধোনির উপরে। অ্যালেনের বলে ধোনিকে স্টাম্প করার সহজ সুযোগ নষ্ট করেন হোপ। কোহলি ফেরেন ৮২ বলে ৭২ রান করে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্রুততম ২০ হাজার রানের মালিক হলেন তিনি।