Barak Updates
শিলচর শহরে তিন হজযাত্রীকে হেনস্তা, থানায় বিক্ষোভ3 Haj pilgrims harassed at Silchar town
২৭ জুনঃ শিলচর শহরে দিনদুুপুরে তিন হজযাত্রীকে হেনস্তা করা হয়। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাদের তক্কি খুলতে বাধ্য করে বলে অভিযোগ। পুলিশ দোষীদের ধরতে ১২ ঘণ্টা সময় চেয়েছেন।
ঘটনা বৃহস্পতিবার দুপুরে, শিলচরের সেন্ট্রাল রোডে। ধলাই থেকে তিন হজযাত্রী জমির উদ্দিন লস্কর, আব্দুল খালেক চৌধুরী ও নাজির আহমদ লস্কর এসেছিলেন হজে যাওয়ার আগে যে টিকা নিতে হয়, এ সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করতে। অফিস পাড়া থেকে কাজ সেরে তারা যখন ফিরছিলেন, তখনই ভাওয়াল পয়েন্টের কাছে তাদের আটকে দুষ্কৃতীরা নানা মন্তব্য করে। শেষে তক্কি খুলতে বাধ্য করে বলে এজাহারে উল্লেখ করেছেন তাঁরা। সেখান থেকে তারা শিলচর বড় মসজিদে গিয়ে পুরো ঘটনা বলেন। তাতে ক্ষোভ দেখা দেয় সকলের মধ্যে। হেনস্তার শিকার হজযাত্রীদের নিয়ে তাঁরা সদর থানায় যান। এজাহার দেন। থানার সামনে প্রচুর মানুষ জমায়েত হয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে জোরালো আওয়াজ তোলেন।
পুলিশের পক্ষ থেকে ক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করা হয়েছে, দোষীদের শনাক্ত করে ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে।