Barak UpdatesBreaking News
দিদারখুশে বন্যজন্তুর আক্রমণ, শিশু আইসিইউ-তেPanic at Didarkhush, wild animal attacks many
গত সোমবার থেকে অজ্ঞাতজন্তুর উপদ্রব চলছে দিদারখুশে। বেশ কিছু ছাগল, গরুকে কামড়ে দেয়। হাঁস-মুরগি খেয়ে ফেলারও অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে জন্তুটি মানুষের ওপর হামলা শুরু করে। মোট ১১জনকে আঁচড়ে-কামড়ে জখম করেছে। এর মধ্যে বাবুল হোসেন নামে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। শিলচর মেডিক্যাল কলেজের আইসিইউ-তে রেখে তার চিকিতসা চলছে।
খবর পেয়ে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বিভাগীয় কর্মীদের দিদারখুশে পাঠান। তারা তল্লাশি চালিয়েও একে খুঁজে পাননি। এখন খাঁচা পেতে রেখেছেন। গ্রামবাসীরা তাই সন্ধ্যা নামার অপেক্ষায়। খাঁচায় যদি আটকে পড়ে সেই জন্তু! হোক বাঘ, শেয়াল বা রামকুকুর।
On getting information, Forest Minister Parimal Suklabaidya sent the officers of the department in that area. However, after thorough search, the whereabouts of no such wild animal could be discerned. One minor attacked by the wild animal has been reportedly kept in ICU of SMCH for observation. This incident has triggered a sense of panic in the area.