India & World UpdatesBreaking News

ছত্তিশগড়ে সপা নেতাকে খুন করল মাওবাদীরা
Samjwadi Party leader killed by Maoists in Chhatisgarh

১৯ জুন : ছত্তিশগড়ে সমাজবাদী পার্টির এক নেতাকে খুন করল মাওবাদীরা। ছত্তিশগড়ের বিজাপুরে বুধবার ঘটনাটি ঘটেছে। এর আগে মঙ্গলবার সন্ধেয় এসপি নেতা সন্তোষ পুনেমকে অপহরণ করেছিল মাওবাদীরা।

সূত্রের খবর, পুনেমের পরিবারের লোকজন মঙ্গলবার রাতেই মাওবাদী নেতাদের সঙ্গে দেখা করেন। তারা পুনেমকে ছেড়ে দেওয়ার আর্জি জানান। কিন্তু মাওবাদীরা তাদের কথায় আমল দেয়নি। বুধবার সকালে বিজাপুরের মারিমালা গ্রামে পাওয়া যায় পুনেমের দেহ। এই গ্রামেই থাকতেন পুনেম। পুলিশের সন্দেহ গভীর জঙ্গলে খুনের পরেই পুনেমের দেহ তাঁর গ্রামে ফেলে যায় মাওবাদীরা।

জানা গেছে, পুনেমকে হত্যার পরিকল্পনা বেশ কিছুদিন আগেই করেছিল মাওবাদীরা। রাজনীতির পাশাপাশি ঠিকাদারের কাজ করতেন সন্তোষ পুনেম। একসময় বিজাপুর জেলায় সমাজবাদী পার্টির সহ–সভাপতির দায়িত্বও সামলেছেন। গত বছর বিজাপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনেও তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু হেরে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker