Barak UpdatesBreaking News
কাছাড়ের ৭ গ্রামে স্বচ্ছ-সবুজ গ্রামের প্রচার শুরু করল প্রশাসন
৬ জুন : কাছাড়ের জেলা গ্রামোন্নয়ন বিভাগ, জনস্বাস্থ্য কারিগরি ও সামাজিক বনানীকরণ বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার কাছাড়ের সাতটি নির্বাচিত গ্রামে স্বচ্ছ ও সবুজ গ্রামের প্রচার শুরু করেছে। সচেতনতা র্যালি, সমাবেশ ও বনানীকরণের মাধ্যমে সচেতনতা সভা আয়োজন করে এই কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছপালা বিতরণ করা হয়।
উল্লেখ্য, এই অভিযানটি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশের গুরুত্ব তুলে ধরার এবং প্রকৃতির সংরক্ষণ ও উন্নয়নের জন্য আয়োজন করা হয়েছে। এই প্রকল্পটি গ্রামবাসীদের মধ্যে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে। কালীঞ্জর রাজস্ব গ্রামে শিলচর উন্নয়ন ব্লকের আয়োজনে বিধায়ক দিলীপ কুমার পাল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
অনুরূপভাবে, উধারবন্দে বিধায়ক মিহির কান্তি সোম ও ডিআরডিএ-র প্রকল্প সঞ্চালক রসরাজ দাস, বড়খলা উন্নয়ন ব্লকের গঙ্গাপুর রাজস্ব চক্রে সচেতনতা প্রচার শুরু করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ, কাটিগড়া এলাকায় অনুরূপ কার্যসূচির প্রচার শুরু করেন বিধায়ক অমরচাঁদ জৈন, কাছাড়ের জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায় রাজাবাজার উন্নয়ন খণ্ডের বার্থলগ্রান্টে কর্মসূচি চালু করেন। জেলা ও স্থানীয় জনগণের পক্ষে বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠীও এতে যোগ দিয়েছে।