India & World UpdatesBreaking News

অভিনেত্রী-রবীন্দ্র সঙ্গীত শিল্পী রুমা গুহঠাকুরতার জীবনাবসান
Actress-singer Ruma Guha Thakurta, 1st wife of Kishore Kumar dies at 84 in Kolkata

৩ জুন : সঙ্গীতশিল্পী তথা অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা প্রয়াত হয়েছেন। সোমবার ভোর ৬টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী। এ দিন সকালে নিজের বাড়িতেই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বয়স হয়েছিল ৮৪ বছর।

ক্যালকাটা ইয়ুথ কয়্যারের পুরোধা এই শিল্পী প্রায় তিন মাস মুম্বইয়ে অমিত কুমারের বাড়িতে থেকে সদ্য কলকাতা ফিরেছিলেন। বিকেলে পুত্র অমিত কুমার  ও মেয়ে শ্রমণা চক্রবর্তী রুমা কলকাতায় পৌঁছলে শেষকৃত্য সম্পন্ন হবে। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের প্রথম স্ত্রী ছিলেন রুমা গুহ ঠাকুরতা। পরে বিয়ে করেন অরূপ গুহ ঠাকুরতাকে। তাদের পরিবার সূত্রে জানা যায়, সকাল ৬টা নাগাদ তিনি অসুস্থতা অনুভব করলে ডাক্তার ডেকে আনা হয়। কিন্তু তার আগেই তিনি মারা যান। তবে বয়সের ভারে গত কয়েকদিন থেকে হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছিল।

বহু বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘বালিকা বধূ’, ‘অভিযান’, ‘গণশত্রু’, ‘দাদার কীর্তি’, ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘হংসমিথুন’-এর মতো ছবিতে দেখা গিয়েছে এই শিল্পীকে। তপন সিংহ, তরুণ মজুমদার, সত্যজিৎ রায়ের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন রুমা।

গান গেয়েছেন ‘তিন কন্যা’, ‘পলাতক’, ‘অমৃত কুম্ভের সন্ধানে’-র মতো ছবিতে।ক্যালকাটা ইয়ুথ কয়্যারের ‘ভারতবর্ষ সূর্যের এক নাম’, ‘শিকল ভাঙার গান’, ‘বিস্তীর্ণ দুপারে’, ‘চেতনার গান’ বাঙালিকে আজীবন মনে করাবে রুমা গুহ ঠাকুরতার কথা। তাঁর প্রয়াণে সঙ্গীতজগতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker