India & World UpdatesAnalyticsBreaking News

৫৭ মন্ত্রীর তালিকায় অসম থেকে শুধুই প্রতিমন্ত্রী রামেশ্বর
In the list of 57 ministers Assam gets only 1 Deputy Minister

৩০ মেঃ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি। সঙ্গে শপথ নিলেন ৫৭ মন্ত্রী। তাঁদের মধ্যে ২৩ জন পূর্ণমন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। বাকি ২৫জন প্রতিমন্ত্রী। এ রাজ্য থেকে এ বারও একজন প্রতিমন্ত্রী জুটেছে। তিনি হলেন রামেশ্বর তেলি। নতুন মুখ হিসেবেই মন্ত্রিসভায় জায়গা করেছেন ডিব্রুগড় থেকে বিজয়ী সাংসদ। রাষ্ট্রপতি ভবনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ সব মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

নতুন মন্ত্রিসভায় ২৩ জন পূর্ণমন্ত্রীর মধ্যে ৭ জন নুতন মুখ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বিজেপি সভাপতি অমিত শাহ,  প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর। অরুণ জেটলি, সুষমা স্বরাজ শারীরিক অসুস্থতার জন্য মন্ত্রিসভায় থাকতে চাননি। বাদ পড়েছেন সুরেশ প্রভু, জে পি নাড্ডা, উমা ভারতী, মেনকা গান্ধী, অনন্ত গীতের মতো প্রবীণ নেতারা।

অসমে বিজেপির ব্যাপক সাফল্যের পর দুইজন মন্ত্রী হতে পারেন বলে অনুমান করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আগের মতোই এক প্রতিমন্ত্রী।

মোদির দ্বিতীয় ক্যাবিনেটে অমিত শাহ, জয়শঙ্কর ছাড়াও রয়েছেন রাজনাথ সিংহ, নীতীন গাডকারি, সদানন্দ গৌড়া, নির্মলা সীতারমন, রামবিলাস পাশোয়ান, নরেন্দ্র সিং তোমর, রবিশঙ্কর প্রসাদ, হরসিমরত কাউর বাদল, থরচাঁদ গেহলট, রমেশ পোখরিয়াল. অর্জুন মুণ্ডা, স্মৃতি ইরানি, ড. হর্ষবর্ধন, প্রকাশ জাভরেকর, পীযূষ গোয়েল, ধমেন্দ্র প্রধান, মুক্তার আব্বাস নকভি,প্রহ্লাদ জোশি, মহেন্দ্রনাথ পাণ্ডে, অরবিন্দ সাওন্ত, গিরিরাজ সিং ও গজেন্দ্র সিং শেখাওয়াত।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ৯ প্রতিমন্ত্রী হলেন সন্তোষকুমার গাঙ্গোয়ার, ইন্দরজিত সিং, শ্রীপদ জেসো নায়েক, জিতেন্দ্র সিং, কিরেন রিজিজু, প্রহ্লাদ সিং প্যাটেল, রাজকুমার সিম, হরদীপ সিং পুরি এবং মানসুখ মান্ডভিয়া। প্রতিমন্ত্রীরা সজ্জন সিং, মঙ্গল সিং কুলাস্তে, অশ্বিনীকুমার চৌবে, অর্জুন মেঘওয়াল, ভিকে সিং, কৃষানপাল গুর্জর, রাওসাহেব দানভে, কিষান রেড্ডি, পুরুষোত্তম রূপালা, রামদাস আথাওয়ালে, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, বাবুল সুপ্রিয়, সঞ্জীব কুমার বালিয়া, সঞ্জয় সামরাও ধত্রে, অনুরাগ ঠাকুর, সুরেশ অঙ্গাদি, নিত্যানন্দ রাই, রতনলাল কাটারিয়া, ভি মুরলিধরন, রেণুকা সিং সুর্গোজা, সোম প্রকাশ, রামেশ্বর তেলি, প্রতাপচন্দ্র সারঙ্গি, কৈলাশ চৌধুরী এবং দেবশ্রী চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker