Barak UpdatesBreaking News

মিটিং অব মাইন্ডস সাড়া জাগিয়েছে
‘Meeting of Minds’ gets spectacular response

২৬ মেঃ সিজন থ্রি’তেও  ব্যাপক সাড়া জাগিয়েছে রোটারি ও আর্ট অব লিভিং শিলচর শাখার যৌথ আয়োজন ‘মিটিং অব মাইন্ডস’। রবিবার রোটারি ক্লাব ভবনে অনুষ্ঠিত হয় এই মেগা কুইজ ইভেন্ট। বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রায় ৭০ জন পড়ুয়া অংশ নেয় এতে। এবারও ছিল কেরিয়ার কাউন্সেলিং নিয়ে আলোচনা। আমন্ত্রিত বক্তা ছিলেন জিসি কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. অপ্রতীম নাগ ও স্টেট ব্যাংকের গৌরব চক্রবর্তী। তবে, বাড়তি অনুষ্ঠান হিসেবে এবারের কর্মসূচিতে সংযোজন হয়েছে। গ্রুপ ডিসকাশন। বিচারকের দায়িত্বে দেখা যায় কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জয়দীপ বিশ্বাস ও জিসির ড. অপ্রতীম নাগ। মডারেটর ছিলেন  সঞ্চিতা পাল। পরে গ্রুপ ডিসকাশন নিয়ে কিছু কথা বলেন জয়দীপ বিশ্বাস। কীভাবে নিজেকে আরও পাকাপোক্ত করা যায় এমন প্ল্যাটফর্মে  এব্যাপারেও পরামর্শ দেন পড়ুয়াদের।

এ দিন,কুইজ মাস্টারের ভূমিকায় ছিলেন ড.হিমব্রত দাস।  সরলা বিড়লা জ্ঞান জ্যোতি স্কুল কুইজে চ্যাম্পিয়ন হয়। রানার্স হয় মহর্ষি বিদ্যমন্দির শিলচর। এ দিকে, গ্রুপ ডিসকাশনে ‘ডিজিটাল ওয়ার্ল্ড, আপসাইডস এন্ড ডাউনসাইডস’ বিষয়ের ওপরে সেরা বক্তার পুরস্কার পায়  বিন্দিয়া ভট্টাচার্য। তাছাড়া, ‘নিউ ইন্ডিয়া ২০২২: অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস’ প্রসঙ্গে বিচারকদের কাছে দিব্যা পাণ্ডে সেরা বিবেচিত হয়।

প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের অতিথি ও উদ্যোক্তারা সম্মিলিতভাবে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী নৃত্য ছিল সিনথিয়া করের পরিবেশনায়। স্বাগত ভাষণ দেন রোটারি শিলচরের সভাপতি ডা: কিরণময় দাস। মাদক সেবনের  কু-প্রভাব নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি। এ ছাড়া,  আর্ট অব লিভিং সম্পর্কে আলোকপাত করেন ড. সৌমিত্র নাথ। রোটারির পক্ষ থেকে এদিন আমন্ত্রিত বক্তা, বিচারক ও স্বেচ্ছাসেবকদের স্মারক ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সম্মান দেওয়া হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রোটারির শিবব্রত দত্ত। পাশাপাশি, রোটারির বেণুলাল বর্মন, আর্ট অব লিভিংয়ের শিক্ষক জয়দীপ নাথ ও পুলক ভট্টাচার্য, সুমন পাল, শুভঙ্কর দাস, তুহিন দেশমুখ্য সহ অন্যরা সহযোগিতায় ছিলেন।মিটিং অব মাইন্ডসের কোর্ডিনেটর শতাক্ষী ভট্টাচার্য বলেন, আধ্যাত্মিক গুরু শ্রীশ্রী রবিশঙ্করের জন্মদিন ছিল ১৩ মে। আর জন্মদিন উদযাপন কর্মসূচির অঙ্গ হিসেবেই ছিল এই আয়োজন। গুরুজির মতাদর্শের ছোঁয়া রয়েছে অনুষ্ঠানমালায়, জানিয়ে দেন শতাক্ষী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker