India & World UpdatesBreaking News
ফের ত্রিপুরায় উদ্ধার ৮৫ লক্ষের নেশাজাতীয় ট্যাবলেট
১৪ মে : ত্রিপুরার সিপাহিজলা জেলার একটি ঘর থেকে উদ্ধার হল মায়ান্মারে তৈরি ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট। বিএসএফ ও আবগারি বিভাগের যৌথ অভিযানে এই ট্যাবলেটগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। যে ঘরটি থেকে এই ট্যাবলেটগুলো জব্দ করা হয়েছে, সেটি ইন্দো-বাংলা সীমান্তের সিপাহিজলা জেলার সোনামুড়ার দুর্গাপুর এলাকায়। সাম্প্রতিক সময়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের এটি তৃতীয় বড় ধরনের সাফল্য। উদ্ধার হওয়া এই ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা।
ইয়াবা ট্যাবলেট এক ধরনের উত্তেজক ওষুধ যা উদ্দীপক উপাদান দিয়ে তৈরি করা হয়। ট্যাবলেটটি লালরঙের হয় এবং এর ওপর বড় হরফে লেখা থাকে ‘ডব্লিঊ-ওয়াই’। এতে কাঁচামাল হিসেবে ক্যাফিন ও মেটাফেটামাইন থাকে। বিএসএফ গোকুলনগর গোয়েন্দা বাহিনী ও ১৪৫ বিএসএফ ব্যাটেলিয়নকে সঙ্গে নিয়ে আগরতলা আবগারি বিভাগের অফিসাররা দুর্গাপুরে জনৈক মাফুল মিয়ার ঘরে অভিযান চালায়। তল্লাশির পর ১৭ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নগদ ৫ লক্ষ ৫১ হাজার টাকা ও ২১০০ টাকার বাংলাদেশি মুদ্রা পাওয়া গেছে। তবে এই অভিযানে পুলিশ ঘরমালিককে গ্রেফতার করতে পারেনি। অবশ্য চোরা কারবারে ব্যবহার করা তাঁর তিনটি মোবাইল পুলিশ উদ্ধার করেছে।
এর আগে গত ৬ এপ্রিল একই জেলার জনৈক বিলাল মিয়ার ঘর থেকে ২৮ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটের বাজারমূল্য ছিল ১ কোটি ৪০ লক্ষ টাকা।