India & World UpdatesBreaking News
চার ধাম যাত্রার সূচনা, খুলল কেদারনাথ মন্দিরের দ্বারDoors of Kedarnath Temple opens, pilgrims gather for worship
৯ মে : চারধাম যাত্রার সূচনা হল। খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা৷ বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটায় এই মন্দিরের দরজা দর্শানার্থীদের জন্য খুলে দেওয়া হয়৷ বন্ধ দরজার বাইরে অপেক্ষারত ছিলেন হাজার হাজার পুণ্যার্থী৷ দরজা খুলতেই লাইন দিয়ে বিগ্রহ দর্শন করেন তাঁরা৷
ছয় মাস পরে কেদারনাথ মন্দিরের দরজা খুলে গেল৷ গোটা মন্দিরকে ফুল ও আলোর মালায় সাজানো হয়েছে৷ এর আগে অক্ষয় তৃতীয়ার দিন সকাল সাড়ে ১১টা নাগাদ গঙ্গোত্রী মন্দিরের দরজা খোলা হয়৷ এরপরই যমুনোত্রীর দ্বার খুলে দেওয়া হয় ১টা ১৫ মিনিটে৷ প্রশাসনের ধারণা, লক্ষ লক্ষ ভক্ত সমাগম হবে এই চারধাম যাত্রায়৷
এ দিকে, শুক্রবার অর্থাৎ ১০ মে সকলের জন্য খুলে যাবে বদ্রীনাথের দরজা৷ প্রতিবছর অক্টোবর–নভেম্বর মাসে ভারি তুষারপাতের জন্য বন্ধ করে দেওয়া হয় এই পবিত্র তীর্থস্থানগুলি৷ ফের এপ্রিল মে মাসে যাত্রী ও পুণ্যার্থীদের জন্য তীর্থস্থানের দ্বার খোলা হয়৷ গতবছরই অসময়ে ভারি তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরাখণ্ড৷ কেদারনাথ-বদ্রীনাথ-হেমকুন্ড সহ উত্তরাখণ্ডের উঁচু এলাকাগুলিতে তুষারপাত শুরু হয়। এর ফলে কেদার এবং বদ্রীতে আটকে পড়েন অসংখ্য তীর্থযাত্রী। এই ঘটনায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক তীর্থযাত্রীর মৃত্যু হয়। বহু তীর্থযাত্রী আটকে পড়েন। যোশি মঠের কাছে ধসে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়৷ আবহাওয়া পরিষ্কার না হওয়া পর্যন্ত এই রাস্তাতেও যাত্রা বন্ধ রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।
২০১৩ সালের বন্যা ও ধস কেদারনাথে কেড়ে নিয়েছিল কয়েক হাজার প্রান। পুলিশ সূত্রে খবর, টানা তিন দিন খোঁজাখুজির পর হিমালয়ের এক পবিত্র তীর্থস্থান থেকে প্রায় ২১টি কঙ্কাল এবং ৪টি খুলি উদ্ধার করেন তারা।