Barak UpdatesBreaking News

উৎসবের মেজাজে রেডক্রস দিবস শিলচরে
Red Cross Day observed at Silchar with pomp & splendour

৮ মে : শোভাযাত্রা, রক্তদান, আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে বুধবার দিনভর বিশ্ব রেডক্রস দিবস পালন করেছে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখা। সকাল থেকেই শিলচর রেডক্রস হাসপাতাল প্রাঙ্গণে এ নিয়ে ছিল এক বিশাল আয়োজন। বিশিষ্টরা যেমন এসেছেন, তেমনি সাধারণ মানুষও দিনটিকে পালন করতে ছিলেন উৎসবের মেজাজে। রেডক্রস আন্দোলন যে সাধারণ মানুষকে বাদ দিয়ে সম্পূর্ণ হতে না, তা এ দিন সকালে বলেছেন জেলাশাসক তথা সোসাইটির শিলচর শাখার সভাপতি লয়া মাদ্দুরী। তিনি রেডক্রসের জনসেবামুলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Pic Credit:Eagle

বিশ্ব রেডক্রস দিবসের সকালে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রেডক্রস প্রাঙ্গণ থেকে বেরিয়ে শোভাযাত্রা সেন্ট্রাল রোড, প্রেমতলা, শিলংপট্টি হয়ে আবার অনুষ্ঠানস্থলেই ফিরে আসে। এখানেই পতাকা উত্তোলন করেন জেলাশাসক। এরপর রেডক্রসের প্রতিষ্ঠাতা স্যার হেনরি ডুনান্টের প্রতিকৃতিতে মাল্যদান করেন চেয়ারম্যান ডাঃ অখিল পাল ও অন্যরা। এরপরেই শুরু হয়ে যায় রক্তদান শিবির। এটি পরিচালনা করে লিও ক্লাব অব শিলচর সেন্ট্রাল। সবমিলিয়ে এ দিন ৩৩ জন রক্তদান করেছেন।

Pic Credit:Eagle

রেডক্রস কর্তৃপক্ষ এ দিন শিলচর গান্ধীভবনে এক আলোচনা সভার আয়োজন করে। ‘রেডক্রসকে আপনি কতটা ভালবাসেন” এই বিষয়ের ওপর আলোচনায় মুখ্য বক্তা ছিলেন শিলচর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ দেবীদাস দত্ত। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, বর্তমানে বিশ্বের প্রায় ১৭০টি দেশের ১২ মিলিয়ন মানুষ রেডক্রসের সঙ্গে নিজেকে জুড়ে রেখেছেন। অন্য বক্তাদের মধ্যে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর প্রমুখ। বক্তাদের কথা উঠে আসে, রেডক্রস হাসপাতালকে আরও জনমুখী করে তুলতে বেশি করে আর্থিক সহযোগিতার ওপর জোর দিতে হবে। এ ব্যাপারে জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ দিন উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে শিলচর রেডক্রসের চেয়ারম্যান ডাঃ অখিল পাল রেডক্রসের প্রতিষ্ঠাতা স্যার হেনরি ডুনান্টের বিভিন্ন সেবামূলক কাজের কথা উল্লেখ করেন। সোসাইটির মোট ৭৩৪টি শাখার মধ্যে আসামে ৩৪টি শাখা রয়েছে বলে তিনি জানান। সেবামূলক কাজে শিলচর রেডক্রস যে অন্য শাখার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে, সেকথাও শোনা যায় তাঁর বক্তব্যে। এই আলোচনার পাশাপাশি রেডক্রসকে যারা বিভিন্নভাবে সহায়তা করছেন, এমন কয়েকজনকে এ দিন সম্মান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker