Barak UpdatesBreaking News
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রমজান, জানাল হিলাল কমিটিHoly month of Ramjan to start from Tuesday, informs Hilal Committee
৬ মে : সোমবার নয়, মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র সিয়াম সাধনা। অর্থাৎ মঙ্গলবারই প্রথম রমজান। রবিবার রাতেই কাছাড় জেলা হিলাল কমিটি এক বৈঠকের পর এ কথা জানিয়ে দিয়েছে। ফলে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র এই মাস পালনে মঙ্গলবার থেকে প্রস্তুত। হিলাল কমিটি সূত্রে বলা হয়েছে, রবিবার শিলচরের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় সোমবার থেকে রমজানের উপবাস ব্রতের সূচনা হচ্ছে না। ফলে রবিবার রাতে হিলাল কমিটির ঘোষণার পর সবাই নিশ্চিত হন, মঙ্গলবার থেকেই রোজাব্রত শুরু হচ্ছে। ইতিমধ্যেই রমজান মাসকে ঘিরে প্রতিটি মুসলিম পরিবারে যেমন প্রস্তুতি শেষ, তেমনি চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন মসজিদেও।
প্রসঙ্গত, সৌদি আরবে সোমবার থেকেই পবিত্র রমজান শুরু হয়েছে। রেওয়াজ অনুযায়ী এর একদিন পর ভারত বাংলাদেশে রোজা শুরু হয়।