Barak UpdatesBreaking News

বিদেশ থেকে টেলিফোনে হত্যার হুমকি, অভিযোগ বিধায়ক আমিনুলের
Sonai MLA Aminul alleges threat calls from abroad

১৬ এপ্রিলঃ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক তাঁর নামে বিভ্রান্তিমূলক মন্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। শুধু তাই নয়, তাঁকে টেলিফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ এনেছেন তিনি। তবে এই ফোন কলগুলো আসছে বিদেশ থেকে। বিধায়ক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের কোনও দেশ থেকে তাঁকে ফোন করা হচ্ছে। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা ছাড়াও প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ফোনের অপর প্রান্ত থেকে।

বিধায়ক জানান, সোমবার সন্ধ্যারাতে নিয়াইরগ্রামে বিজেপির এক নির্বাচনী জনসভা চলার সময়ে ঘটনার সূত্রপাত। বিশ্বনাথ চারিয়ালির ঘটনার প্রেক্ষিতে সওকত আলি ফাউন্ডেশনের নামে কিছু যুবক অর্থ সংগ্রহ শুরু করলে স্থানীয় জনগণের সঙ্গে বচসা বাঁধে। ওই সময় তিনি সভায় বক্তব্য রাখছিলেন। তিনি পরিস্থিতি শান্ত করার প্রয়াস করেন। এরপর মধুরবন্দে অপর এক সভায় একইভাবে কিছু যুবক সেখানে চড়াও হয়ে সভা বানচাল করার চেষ্টা করে। ওই সভায় বিজেপি প্রার্থী রাজদীপ রায়ও ছিলেন। এ ঘটনা নিয়ে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বিধায়ক আরও জানান, এই ঘটনার পরই গভীর রাতে তাঁকে টেলিফোন করে নানাভাবে গালিগালাজ করা হয়েছে। রাতে আর কিছু না হলেও মঙ্গলবার সকালে তিনি দেখেন তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাঊন্ট হ্যাক করে কে বা কারা বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে দিচ্ছে। বিধায়ক এই ঘটনার পেছনে রোহন সদিয়ল নামে এক যুবক রয়েছে বলে অভিযোগ এনেছেন। পাশাপাশি এই ঘটনাটি কংগ্রেসিদের চক্রান্ত বলেও তিনি অভিযোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker