Barak UpdatesBreaking News

বিশ্ববিদ্যালয়ের ২৫০ কৃতীকে সম্মান জানাল এবিভিপি
250 talents honoured by ABVP at Assam University

২ এপ্রিল : এক মঞ্চে সংবর্ধনা পেলেন দু’শর বেশি প্রতিভা। আসাম বিশ্ববিদ্যালয়ের ২৫০ কৃতী শিক্ষার্থীকে সম্মান জানাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এর মধ্যে স্বর্ণপদক প্রাপ্ত, গবেষক, এনসিসি, এনএসএস স্বেচ্ছাসেবক সহ সেমিস্টার সেরারা রয়েছেন। তাছাড়া, এ বছরের সামাজিক সপ্তাহে বিভিন্ন প্রতিযোগিতামূলক পর্বে জয়ীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় সংগঠনের তরফে।

এ উপলক্ষে প্রথমবারের মতো ‘প্রতিভা সম্মান সমারোহ’ করে বিদ্যার্থী পরিষদ। বিশ্ব বিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত হয় সমারোহ। মুখ্য অতিথি ছিলেন আসাম ভাষিক সংখ্যা লঘু উন্নয়ন বোর্ডের ভাইসচেয়ারম্যান রামকৃষ্ণ ঘোষ।

সম্ অতিথিদের মধ্যে আসাম বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপচন্দ্র নাথ, বিদ্যার্থী পরিষদের নয়নজ্যোতি শর্মা, সাগর বাস্তলা, দীপঙ্কর ঘোষ প্রমুখ। অতিথিদের হাত থেকে সম্মান গ্রহণ করেন প্রতিভারা।

অতিথিদের কথায়, এমন আয়োজন সঠিক অর্থেই প্রশংসার দাবি রাখে। শিক্ষার্থীরা যথেষ্ট উৎসাহ পেয়েছেন এই স্বীকৃতি পেয়ে। আগামীতে এধরনের আরও অনুষ্ঠান পরিষদ আয়োজন করবে। যোগ্য সম্মমান পাবেন প্রতিভারা। এমনটা আশা প্রকাশ করেন তাঁরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker