NE UpdatesAnalyticsBreaking News
বিজেপি অন্য রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ আলাদা, প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৬ এপ্রিল : আজ ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। দেশের বিভিন্ন প্রান্তে বিজেপির কার্যালয়ে গুলোতে ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর সঙ্গে সঙ্গতি রেখে গুয়াহাটির বশিষ্ঠতে থাকা বিজেপির মুখ্য কার্যালয়ে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে গুয়াহাটিতে দলের প্রদেশ কার্যালয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া,প্রাক্তন বিজেপি সভাপতি প্রবেশ কলিতা, মন্ত্রী রঞ্জিত কুমার দাস সহ বিভিন্ন স্তরের বিজেপি কর্মকর্তা ও কর্মীরা।
প্রতিষ্ঠা দিবসের এই দিনটিতে অতীত রোমন্থন করে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, ভারতীয় জনতা পার্টি অন্য রাজনৈতিক দল থেকে সম্পূর্ণ পৃথক। অন্য রাজনৈতিক দল থেকে একক সংকল্প নিয়ে জন্ম হয়েছিল বিজেপির। এই দলের জন্মলগ্নে অধ্যক্ষের আসন অলংকৃত করেছিলেন অটল বিহারী বাজপেয়ি। প্রতিষ্ঠা দিবসের ঠিক প্রাক্কালে ওয়াক অফ বিল আইনে রূপান্তরিত হয়েছে, এটি দলের এক বৃহৎ সাফল্য। ওয়াকফ বিলকে আইনে রূপান্তরিত করার জন্য অসমের জনগণের হয়ে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী আরো বলেন, বিজেপি সর্ববৃহৎ দল। এই দলের নীতি-আদর্শ সর্বাধিক জনপ্রিয়। ৪৫ বছরেও এই দল পরিবার কেন্দ্রিক রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না। চিরদিন চিরকাল বিজেপি কার্যকর্তাদের দল হয়েই থাকবে।
উল্লেখ্য, রাষ্ট্র স্বয়ং সেবক সংঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ নামে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা পেয়েছিল। পরবর্তী সময়ে ১৯৮০ সালের ৬ এপ্রিল এই দলের নামকরণ করা হয় ভারতীয় জনতা পার্টি। সেই দিন থেকে আজ পর্যন্ত ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হচ্ছে।