Barak UpdatesAnalyticsCultureBreaking News
রবিবার সকালে শিলচরে রামকৃষ্ণ মিশনের শোভাযাত্রা, দেখুন কোন পথ ধরে এগোবে মিছিল

ওয়ে টু বরাক, ১৫ মার্চ : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের নতুন মন্দিরের দ্বারোদঘাটন হতে চলেছে আগামী ১৮ মার্চ। বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি এই নতুন মন্দিরের দ্বারোদঘাটন করবেন। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শতবর্ষ পূর্তিতে এই মন্দির উদ্বোধন উপলক্ষে রবিবার সকালে শহরে বেরোবে এক শোভাযাত্রা।
সকাল সাড়ে ছটায় টাউন ক্লাব মাঠ থেকে এই পথচলা শুরু হবে। এতে অংশ নেবেন মিশনের একঝাঁক সন্ন্যাসী সহ ভক্তকুল। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এই শোভাযাত্রায় পা মেলাবেন। এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধর্মীয় সংগঠনকেও শোভাযাত্রায় আমন্ত্রণ জানানো হয়েছে।
শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধিশানন্দজি জানিয়েছেন, এই শোভাযাত্রায় যোগ দিতে বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে আমন্ত্রণ স্বীকার করেছেন। শোভাযাত্রা টাউন ক্লাব মাঠ থেকে ট্রাঙ্ক রোড ধরে সোজা যাবে সদরঘাট পর্যন্ত। সেখানে রোটারি ঘুরে জনস্রোত শিলচর পোস্ট অফিস ও ডিসি অফিসের সামনে দিয়ে এসে পড়বে সেন্ট্রাল রোডে। সেন্ট্রাল রোড থেকে ভাওয়াল পয়েন্ট, নাজিরপট্টি, প্রেমতলা হয়ে অম্বিকাপট্টি পয়েন্ট পর্যন্ত যাবে। অম্বিকাপট্টি পয়েন্ট থেকে শোভাযাত্রাটি কলেজ রোড ধরে এগোতে থাকবে। এরপর বিবেকানন্দ রোড ও আসাম রাইফেলসের ক্যাম্প হয়ে নেপালি মন্দির সংলগ্ন স্থানে গিয়ে মোড় ঘুরে মিশন চত্বরে গিয়ে শেষ হবে।
এই বিশাল শোভাযাত্রায় দুটো হাতিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রীমার প্রতিকৃতি থাকবে। একটি ঘোড়ার গাড়িতে থাকবে স্বামীজির প্রতিকৃতি। এছাড়া আরও পাঁচটি সাদা ও কালো ঘোড়া এই শোভাযাত্রা শামিল হবে। সবমিলিয়ে থাকবে প্রায় কুড়িটির মতো ট্যাবলো। দুটি ট্যাবলো বর্তমান ও পুরনো মন্দিরের আদলে তৈরি করা হবে। বিভিন্ন ভাষা গোষ্ঠীর সাংস্কৃতিক দল পরম্পরাগত পোশাকে শোভাযাত্রায় পায়ে পা মেলাবেন।