Barak UpdatesBreaking News
ঘুষ কাণ্ড : অতসীকে গুয়াহাটিই নিয়ে গেল তদন্তকারী দলAtasi taken to Guwahati by Investigating team, her house searched
৩০ মার্চ : কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের বড়বাবু অতসী দত্ত তরফদারকে শনিবার গুয়াহাটি নিয়ে যাওয়া হল। গুয়াহাটি থেকে আসা দুর্নীতি নিবারণ শাখার তদন্তকারী দলটি এ দিন অতসীকে ট্র্যানজিট রিমান্ডে নিয়ে রওনা দেয়।
এ দিকে শনিবার সকলে শিলচর নতুনপট্টিতে থাকা অতসীর ফ্ল্যাটে অভিযান চালায় দুর্নীতি নিবারণ শাখার ৯ জনের দলটি। প্রায় তিন ঘন্টা ধরে এই তল্লাশি চলে।অভিযানকারী দলটি অতসীর ঘর থেকে বেশ কয়েকটি ব্যাংকের পাসবুক, জীবন বিমার পলিসি সহ বহু নথিপত্র বাজেয়াপ্ত করে। তবে অভিযানের সময় অতসীর বাড়ি থেকে কোনও নগদ অর্থ বা সোনাদানা উদ্ধার হয়নি।
প্রসঙ্গত, সুজিত চন্দ নামের এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় অতসীকে হাতেনাতে গ্রেফতার করেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। তাকে ধরতে ৫ দিন ধরে এই দলটি শিলচরে অবস্থান করছিল।
However, before starting for Guwahati, the 9-member vigilance team raided her flat ‘Shanti Abasan’ at Nutanpatty, Silchar. The anti-corruption wing of Assam Police entered her flat on Saturday at around 6 in the morning without any prior intimation. The residents of the complex where Atasi resided were in apprehension of such a police raid after she was caught taking bribe.When the raid took place in reality, the residents of ‘Shanti Abasan’ expressed discontent to have stayed with such a corrupt person.
Sources revealed that the search operation by the vigilance team continued for about 3 to 4 hours. It was learnt that during the raid, some bank passbooks and LIC policy documents were seized by the team and were taken along with them. The vigilance team refused to divulge much facts about this raid. After completion of the search operation, the team set out for Guwahati along with Atasi.
Atasi Dutta Tarafdar demanded a bribe of Rs. 95,000 for releasing a bill of Rs. 2.5 lakh of a printing press. Unable to convince Atasi Dutta Tarafdar, the owner of the printing press Sujit Chanda informed the Chief Minister’s Vigilance Cell. In return, the Chief Minister’s Vigilance Cell directed the anti-corruption bureau to take immediate action. On Thursday, a trap was laid and she was caught red-handed.
Meanwhile, this incident has become the talk of the town. The social media is replete with comments from people across the spectrum praising the courage exhibited by Sujit Chanda in complaining to the vigilance cell. On assurance of anonymity, a few have opined that she misbehaved with people exploiting her official position and even exhibited a damn care attitude towards the senior officers.
Also Read: Election Office staff Atasi caught red handed while taking bribe by anti-corruption wing