NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News

বিসিসিআই-র স্থায়ী সচিব পদে দেবজিত শইকিয়া মনোনীত

গুয়াহাটি, ১২ জানুয়ারি : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের স্থায়ী সচিব পদে মনোনীত হলেন অসম সন্তান দেবজিত লন শইকিয়া। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই পদে নির্বাচিত হন। আগে দেবজিত লন শইকিয়া বিসিসিআই-র অন্তর্বর্তী সচিব হিসেবে কর্মরত ছিলেন। রবিবার তাঁকে বিসিসিআই-র স্থায়ী সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। এই পদে তিনি অসম তথা উত্তর পূর্বাঞ্চলের প্রথম ব্যক্তি।

Rananuj

উল্লেখ্য, দেবজিত লন শইকিয়া বিসিসিআই-র সচিব পদে অধিষ্ঠিত হওয়াটা নিশ্চিত ছিল। তবে এর আনুষ্ঠানিকভাবে ঘোষণা বাকি ছিল। কারণ বিসিসিআই-র সচিব পদে মনোনয়নপত্র দাখিল করা দেবজিত লন শইকিয়া ছিলেন একমাত্র প্রার্থী। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে একমাত্র প্রভতেজ ভাটিয়া মনোনয়নপত্র দাখিল করেছিল। ১২ জানুয়ারি অর্থাৎ রবিবার অনুষ্ঠিত বৈঠকে বিসিসিআই-র বিশেষ সাধারণ বৈঠকে সচিব হিসেবে দেবজিত লন শইকিয়ার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker