NE UpdatesAnalyticsBreaking News
২৯ ডিসেম্বর টেট পরীক্ষা হবে না, নির্দেশ হাইকোর্টের
গুয়াহাটি, ২১ ডিসেম্বর : পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর রাজ্যের টেট পরীক্ষা হচ্ছে না। শুক্রবার গৌহাটি হাইকোর্টের এক নির্দেশে তা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে রাজ্য স্তরের শিক্ষক নিযুক্তির এই পরীক্ষা মকর সংক্রান্তির পর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ডিরেক্টরেট অব সেকেন্ডারি এডুকেশন-এর এক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের একাংশ টেট পরীক্ষার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে হাইকোর্ট টেট পরীক্ষা আপাতত স্থগিত রেখেছে। মনে করা হচ্ছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ডিরেক্টরেট অব সেকেন্ডারি এডুকেশন গত ৫ ডিসেম্বর টেট পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে। পরীক্ষা হওয়ার কথা ছিল ২৯ ডিসেম্বর। ফলে গত ১৫ ডিসেম্বর এডমিট কার্ডও ইস্যু করা হয়েছে। কিন্তু হাইকোর্ট বলেছে, নতুন সিলেবাস ইস্যুর পর পরীক্ষা আয়োজনে কমপক্ষে আরও ১৫ দিন ব্যবধান থাকা দরকার। কারণ পরীক্ষায় বসার মাত্র বাইশ দিন আগে নতুন পাঠ্যক্রম জারি হওয়ায় পরীক্ষার্থীরা শংকিত রয়েছেন।